রবি বন্ধ সংযোগ চালু করলে বিনামূল্যে ১ জিবি বোনাস ডাটা এবং যে কোন রবি নম্বরে ০.৫ পয়সা/সেকেন্ড এবং অন্যান্য অপারেটরে ১ পয়সা/সেকেন্ড ২৪ ঘন্টাই ভোগ করতে পারবেন।
যেই সকল রবি প্রিপেইড, পোস্টপেইড ও এসএমই গ্রাহক (উদ্যোক্তা, ইজিলোড ও কর্পোরেট ছাড়া) কমপক্ষে ৬০ দিনের বেশী তাদের সিম অব্যবহৃত রেখেছেন তারা এই ক্যাম্পেইনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
কোন ক্রেডিট লিমিট নেই। গ্রাহকদের তাদের বর্তমান বিল (যদি থাকে) পরিশোধ করতে হবে এবং যেকোনো রবি ওয়াক-ইন সেন্টারে গিয়ে নাম্বার পুনরায় চালু করতে হবে।
গ্রাহকেরা এই অফারের আওতাভুক্ত কি না, তা জানতে যে কোন রবি নাম্বার থেকে A <Space> Number লিখে Send করুন 8050 নাম্বারে। (ফ্রী)
এই বিশেষ সুবিধা উপভোগ অব্যাহত রাখতে গ্রাহককে ঠিক ১৯ টাকা রিচার্জ করতে
হবে যার মেয়াদ হবে রিচার্জের সময়ের পরবর্তী ১১ দিন। গ্রাহক ক্যাম্পেইন
চলাকালীন সময়ে যতবার খুশি ততবার রিচার্জ করে অফারটি পেতে পারবেন। যদি কোন
প্রিপেইড উইন-ব্যাক গ্রাহক ঠিক ১৯ টাকা রিচার্জ না করেন তাহলে তিনি যেকোনো
লোকাল অপারেটরের নাম্বারে ১৪ পয়সা/১০ সেকেন্ড ভয়েস ট্যারিফ উপভোগ করবেন ।
এসএমই গ্রাহকদের জন্য, ৬ পয়সা/১০ সেকেন্ড ট্যারিফ যেকোনো এসএমই নাম্বারে ও
১৫ পয়সা/১০ সেকেন্ড ট্যারিফ যেকোনো লোকাল অপারেটরের নাম্বারে প্রযোজ্য হবে।
প্রিপেইড ও এসএমইঃ
গ্রাহকরা তাদের রবি প্রিপেইড নাম্বার ব্যবহার করা শুরু করার ৭২ ঘণ্টার মধ্যে নিম্নোক্ত বিশেষ সুবিধা পাবেন। নীরব গ্রাহকরা তাদের বন্ধ সিম দিয়ে যেকোনো কল, এসএমএস অথবা অন্য কোন টাকা খরচের পদ্ধতির মাধ্যমে সিমটিকে চালু করতে পারবেন।
ডাটা বোনাসঃ
গ্রাহকরা ৪ মাসে ভাগ করে ১ জিবি ডাটা বোনাস পাবেন যার মেয়াদ হবে ৭ দিন। বোনাস চেক করতে ডায়েল করুন *8444*88#
- ২৫৬ এমবি ডাটা গ্রাহককে উইনব্যাক সার্ভিস ক্লাসে মাইগ্রেট করার সাথে সাথে দেয়া হবে।
- ২৫৬ এমবি ডাটা গ্রাহককে সার্ভিস ক্লাসে মাইগ্রেট করার ৩১ তম দিনে দেয়া হবে।
- ২৫৬ এমবি ডাটা গ্রাহককে সার্ভিস ক্লাসে মাইগ্রেট করার ৬১ তম দিনে দেয়া হবে।
- ২৫৬ এমবি ডাটা গ্রাহককে সার্ভিস ক্লাসে মাইগ্রেট করার ৯১ তম দিনে দেয়া হবে।
বিশেষ ট্যারিফঃ
এছাড়াও প্রিপেইড/এসএমই গ্রাহকরা ৩ দিনের জন্য নিম্নের বিশেষ সুবিধা উপভোগ করবেন ভয়েস
- অন-নেট ট্যারিফ: ০.৫ পয়সা/সেকেন্ড
- অফ-নেট ট্যারিফ: ১ পয়সা/সেকেন্ড এসএমএস
- অন-নেট ট্যারিফ: ৫ পয়সা/এসএমএস
- অফ-নেট ট্যারিফ: ৫০ পয়সা/এসএমএস
ছবি ও তথ্যঃ robi.com.bd
0 comments: