আমাদের অনেক সময়ই PDF (Portable Document Format) থেকে কোন কিছু সংরক্ষন করে রাখতে হয় বা রাখার প্রয়োজন হয়। তখন কিন্তু আপনি সরাসরি PDF থেকে একটি নির্দিষ্ট অংশ কেটে রাখতে পারবেন না। কারণ এরকম কোন অপশন নেই। তাই আমি আজ আপনাদের দেখাবো ফটোশপ দিয়ে একটি PDF কে কিভাবে ইমেজ আকারে সংরক্ষন করবেন।
PDF থেকে ইমেজ কনভার্ট করার জন্য অনেক সফটওয়্যার আছে। তবে সেসব সফটওয়্যার দিয়ে আপনি সঠিক রেজুল্যাশন এর ইমেজ সেভ করতে পারবেন না। যেহেতু ফটোশপ ও একটি সফটওয়্যার এবং একটি কমন সফটওয়্যার সেহেতু আমরা অন্য দিকে না যাই।
প্রথমে আপনি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করুন। তার পর File> Open এ ক্লিক করে আপনার PDF ফাইলটি সিলেক্ট করুন।
এবার এই PDF ফাইলটির উপর ডাবল ক্লিক করে ওপেন করুন। কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। দেখবেন আপনার PDF ফাইলটি লোড হয়ে সব কয়টি পেজ দেখাচ্ছে। সেখান থেকে আপনার যে পেজ টি দরকার অথবা যে অংশটুকু দরকার সেটার উপর ক্লিক করে "OK" বাটনে আবার ক্লিক করুন। নিচের স্কীনশর্টটি দেখুন।
আপনার নির্বাচিত অংশটুকু সিলেক্ট করে OK তে ক্লিক করার পর সেটি ফটোশপে ওপেন হবে। তার সেখান থেকে আপনি যা খুশি তাই করতে পারবেন। ফটোশপের কাজ তো বলে শ্যষ করা যাবে না!! তাই যা খুশি তাই করে সেটি আপনি ইমেজ আকারে বলেন আর PSD আকারে বলেন, যেকোন ফরম্যাট এ সেভ করতে পারবেন।
আজকের মত বিদায় এখানেই। সবাই ভালো থাকবেন। আর কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। যথাযত চেষ্টা করবো সমাধান করার। ধন্যবাদ-
0 comments: