অনেক এন্ড্রয়েড ব্যবহারকারীই তাদের রম (Read Only Memory) সীমিত হওয়ার কারণে গুগল প্লে ষ্টোর থেকে সরাসরি এপ্স ইন্সটল দিতে পারেন না। তখনই তারা অনুভব করেন কম্পিউটার বা পিসির মাধ্যমে ডাউনলোড করার। এতে করে একজন ব্যবহারকারী তার প্রয়োজনীয় এপ্স পিসিতে ডাউনলোড করে রেখে দেন। এবং প্রয়োজনের সময় মোবাইলে নিয়ে ইন্সটল দেন।
মনে করেন আপনি একটি মজার গেমস ডাউনলোড করবেন গুগল প্লে থেকে। কিন্তু আপনার ফোনে যথেষ্ট পরিমান জায়গা খালি নেই। আপনাকে হয়ত কিছু এপ্স আন-ইন্সটল করতে হবে। কিন্তু যেগুলো আন-ইন্সটল করবেন সেগুলো দরকারি বা প্রয়োজনীয়। তাহলে আপনি কি করবেন? হে, এই কাজটাই করতে পারেন আজকে আমরা যেটি আলোচনা করছি। পিসিতে বা কম্পিউটারে ডাউনলোড করে রেখে দিতে পারেন। আর যখন মনে হয় তখন সময় করে আপনার মোবাইলে ইন্সটল দিবেন। আপনি সরাসরি গুগল প্লে থাকে APK ফাইল ডাউনলোড করতে পারবেন না। কিন্তু কিভাবে পারবেন সেটি আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো।
আপনি দুইটি পদ্ধতির মাধ্যমে APK ফাইল সরাসরি গুগল প্লে থেকে ডাউনলোড করতে পারবেন।
- Browser Extension ব্যবহার করে
- অনলাইন থেকে কনভার্ট করে।
১| প্রথমে আপনি নিচের লিংক দুটি থেকে Browser Extension আপনার ব্রাউজার এ এড করে নেন।
- Download APK Downloader extension (গুগল ক্রোম ব্যবহারকারীর জন্য)
- Download APK Downloader add-on (ফায়র ফক্স ব্যবহারকারীর জন্য)
২| এক্সটেনশন এড করা হয়ে গেলে আপনাকে আরও কিছু কাজ করতে হবে। আপনার Gmail আইডিটি লাগবে Extension টি চালু করতে। আপনার মোবাইলে যে Gmail আইডি দিয়ে গুগল প্লে (Google Play) লগ-ইন করা সেটি লাগবে। তারপর লাগবে আপনার ডিভাইস আইডি (Device ID)।
৩| Device ID পাওয়ার জন্য আপনাকে *#*#8255#*#* ডায়াল করতে হবে। আর যদি এটি আপনার মোবাইলে কাজ না করে, তাহলে Device ID নামের এই এপ্সটি ডাউনলোড করে আপনার মোবাইলের ডিভাইস আইডিটি বের করুন।
৪| এখন আপনি পিসি দিয়ে গুগল প্লে ষ্টোরে যান। যে এপ্সটি ডাউনলোড করবেন সেটি ওপেন করুন। এখন দেখুন Install বাটন এর পাশে Download APK নামের আরেকটি নতুন বাটন যোগ হয়েছে। এই বাটনে ক্লিক করে আপনি আপনার পিসিতে সরাসরি APK ফাইল ডাউনলোড করতে পারবেন।
আজ এপর্যন্তই থাক। সামনের পর্বে ইনশাআলাহ আলোচনা করবো কিভাবে অনলাইনে কনভার্ট করে APK ফাইল ডাউনলোড করবেন।
আমাদের পোষ্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনাদের সাপোর্ট পেলেই আমরা অনুপেরনা পাই। তাই বলছি, যদি আমাদের পোষ্ট গুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ...
0 comments: