বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪

রবি ২জি এবং ৩জিতে ফুল স্পীডে আনলিমিটেড ফ্রী নেট ব্যবহার করুন। তাও আবার অফিশিয়াল কনফিগ দিয়ে।

Robi sim free net
আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে রবি ব্যবহারকারীদের জন্য নিয়ে আসলাম একটি ফ্রী নেট ট্রিকস। আর এটি আমাদের সাইটের প্রথম ফ্রী নেট ট্রিকস। তাই আশা করছি সবার কাজে লাগবে। এবং যেহেতু একটি আমাদের সাইটের প্রথম ফ্রী নেট ট্রিকস, তাই চেষ্টা করবো সহজ সরল ভাষায় লিখার। যাতে করে সকলে বুঝতে পারেন। এবং ফ্রী নেট ব্যবহার করতে পারেন। আমার যতটুকু মনে হয় এই ট্রিকস সীমিত সময়ের জন্য। তাই দেরি না করে ঝটপট ডাউনলোড কইরা উড়াই দেন।


সবচেয়ে মজার বিষয় হল এই ট্রিকস দিয়ে আপনি রবির অফিশিয়াল কনফিগ/সেটিং দিয়েই ফ্রী নেট আপনার এন্ড্রয়েড মোবাইলে ব্যবহার করতে পারবেন। এতে কোন প্রক্সি বা সফটওয়্যার ব্যবহার করতে হবে না। অনেকে আবার ভাবতে পারেন যে, অফিশিয়াল কনফিগ আবার কোন প্রক্সি ও নয়। তাহলে কিভাবে সম্ভব? হে, ইহা ও সম্ভব। রবির সার্ভারে Bug সমস্যার কারণে আপনি এটি ব্যবহার করতে পারবেন। তাই দেরি না করে কাজ শুরু করে দেন। তাহলে চলুন শুরু করা যাক। 

বিঃদ্রঃ সিমে কোন টাকা বা এম্বি রাখবেন না। রাখলে কেটে নিবে।

2g and 3g free net on Robi sim

১| প্রথমে আপনি *৮৪৪৪*০# ডায়াল করে রবির 500MB for 0.facebook.com এই প্যাকেজটি এক্টিভ করুন।
২| তারপর রবির অফিশিয়াল কনফিগটি সেলেক্ট করুন এবং অফিশিয়াল Opera Mini দিয়ে ফ্রী নেট ব্যবহার করতে থাকেন। ৩জি নেটওয়ার্ক এর আওতাভুক্ত হলে ৩জি স্পীড পাবেন।

এই ৫০০ মেগাবাইট শেষ হয়ে গেলে এই প্যাকেজটি ডিএক্টিভ করুন। ডিএক্টিভেট করতে *৮৪৪৪# ডায়াল করে ২নাম্বার মেনুটি সিলেক্ট করে ডিএক্টিভ করে নেন।

তারপর আবার *৮৪৪৪*০# ডায়াল করে পুনরায় প্যাকেজটি এক্টিভ করুন। এভাবে আপনি ফ্রী নেট ব্যবহার করতে পারবেন যতক্ষন না বন্ধ হচ্ছে। তাহলে আর দেরি কেনও? এখনই ডাউনলোড করে উরাই দেন সবকিছু:P 

ক্রেডিটঃ Tipstune24

পোষ্টটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের পোষ্ট গুলো নিয়মিত পেতে যোগ দেন আমাদের ফেইসবুক গ্রুপে অথবা ই-মেইল সাবস্কাইব করুন। ধন্যবাদ... 

0 comments: