শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

JSC & JDC Results 2015 - জেএসসি অথবা জেডিসি রেজাল্ট জানুন সবার আগে এবং সহজে।

JSC and JDC result bd 2015



জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ২০১৫ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) (JSC result 2015) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) (JDC Result 2015) পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে সহজে জানা যাবে ২০১৫ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল

এর আগে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান ফল প্রকাশের জন্য ২৮ বা ২৯ ডিসেম্বর প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এই ২ দিনের মধ্যে যেদিন নির্দেশ দিবেন সেদিন ফলাফল প্রকাশ করার সম্ভাবনার কথা জানান। ৩০ ডিসেম্বর শিক্ষাবোর্ডের চেয়াম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী। এরপর বেলা ১১টায় জেএসসি-জেডিসির ফল সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়। এখন সবার আগে আপনি জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। সবার আগে দেখুন JSC and JDC results 2015

JSC and JDC result 2015

আজকে এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনি JSC and JDC রেজাল্ট সবার আগে দেখতে পারবেন। এই রেজাল্ট আপনি মোবাইল এসএমএস এর মাধ্যমে পেতে পারেন আবার অনলাইনের মাধ্যমেও দেখতে পারেন। আপনাদের সামনে দুটি পদ্ধতিই শেয়ার করছি।

মোবাইল এসএমএস এর মাধ্যমেঃ

  • প্রথমে যেকোন অপারেটর থেকে ম্যাসেজ অপশন এ গিয়ে JSC অথবা JDC টাইপ করুন।
  • তারপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের তিন অক্ষর লিখুন। যেমনঃ
DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board
  • তারপর একটি স্পেস দিয়ে আপনার রোল নাম্বার লিখুন।
  • তারপর লিখুন পরীক্ষার সাল, অর্থাৎ 2014
  • এবার Send করুন ১৬২২২ নাম্বারে।
  • উদাহরণঃ JSC<SPACE>SYL<SPACE>12345<SPACE>2014 and Send To: 16222

মাদরাসা বোর্ড এর জন্যঃ JDC<SPACE>MAD<SPACE>12345<SPACE>2014 and Send To: 16222

অনলাইনে এর মাধ্যমেঃ

শিক্ষামন্ত্রনালয়ের ওয়েব সাইটে দেশের সকল বোর্ডের ফলাফল একযোগে প্রকাশিত হয়।http://www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার ফলাফল বের করতে পারবেন। যেহেতু সারাদেশে একযোগে ফলাফল প্রকাশিত হয়, সেহেতু অনলাইনে আপনাকে একটু সমস্যায় পড়তে হতে পারে। কারণ এই ওয়েবসাইটের সার্ভার একসাথে এতোগুলো লোড নিতে সক্ষম নয় বলে অনেক সময় ডাউন হয়ে যায়। তাই বিকল্প পদ্ধতি হিসেবে আপনার বোর্ডের নিজস্ব ওয়েব সাইট থেকে ও ফলাফল বের করতে পারেন।

বিঃদ্রঃ সকল প্রকার ফলাফল দুপুর ১২ টার পর প্রকাশিত হবে। এর আগে চেষ্টা করে লাভ নাই। কারণ এখন আর আগের মত ওয়েবসাইট হ্যাক করে দেখা যায় না। যদি কোন পদ্ধতি পাওয়া যায় তাহলে আমাদের ফেইসবুক গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আমাদের ফেইসবুক গ্রুপ

Search Tags: জে এস সি এর রেজল্ট/ ফলাফল দেবে কবে, JSC Result Jessore board, JSC Exam Result 2015, JDC Result 2015, JSC Result Dhaka board 2015, Junior School Certificate Exam Result 2015, জেএসসি পরীক্ষার রেজাল্ট ২০১৫ যশোর বোর্ড, জেএসসি জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৫, jsc result 2015, jsc result 2015 comilla board, jsc result 2015 marksheet, jsc result 2015 bd, jsc result 2015, jsc result 2015 dhaka board, psc result 2015, jsc result 2015 barisal board, jsc result 2015 download, jsc result 2015 jassore bord, jsc result 2015 bd, jsc result 2015 comilla board, jsc result 2015-2016, jsc result 2015-2016 dhaka board 

0 comments: