রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

জেএসসি অথবা জেডিসি রেজাল্ট জানুন সবার আগে এবং সহজে। [JSC & JDC Results 2014]

2014 JDC and JSC Results view
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ২০১৪ এর ফলাফল প্রকাশিত হবে আগামী ৩০শে ডিসেম্বর ২০১৪ রোজ মঙ্গল বার। গত ২১ শে ডিসেম্বর রোজ রবিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্যটি নিশ্চিত করেন। শিক্ষা মন্ত্রনালয়ে এক সংবাদ সম্মেলন এ তিনি একথা জানান।


এর আগে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান ফল প্রকাশের জন্য ২৮ বা ২৯ ডিসেম্বর প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এই ২ দিনের মধ্যে যেদিন নির্দেশ দিবেন সেদিন ফলাফল প্রকাশ করার সম্ভাবনার কথা জানান। ৩০ ডিসেম্বর শিক্ষাবোর্ডের চেয়াম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী। এরপর বেলা ১১টায় জেএসসি-জেডিসির ফল সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।

আজকে এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনি JSC and JDC রেজাল্ট সবার আগে দেখতে পারবেন। এই রেজাল্ট আপনি মোবাইল এসএমএস এর মাধ্যমে পেতে পারেন আবার অনলাইনের মাধ্যমেও দেখতে পারেন। আপনাদের সামনে দুটি পদ্ধতিই শেয়ার করছি।

মোবাইল এসএমএস এর মাধ্যমেঃ

  • প্রথমে যেকোন অপারেটর থেকে ম্যাসেজ অপশন এ গিয়ে JSC অথবা JDC টাইপ করুন।
  • তারপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের তিন অক্ষর লিখুন। যেমনঃ
DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board
  • তারপর একটি স্পেস দিয়ে আপনার রোল নাম্বার লিখুন।
  • তারপর লিখুন পরীক্ষার সাল, অর্থাৎ 2014
  • এবার Send করুন ১৬২২২ নাম্বারে।
  • উদাহরণঃ JSC<SPACE>SYL<SPACE>12345<SPACE>2014 and Send To: 16222
  • মাদরাসা বোর্ড এর জন্যঃ JDC<SPACE>MAD<SPACE>12345<SPACE>2014 and Send To: 16222

অনলাইনে এর মাধ্যমেঃ

শিক্ষামন্ত্রনালয়ের ওয়েব সাইটে দেশের সকল বোর্ডের ফলাফল একযোগে প্রকাশিত হয়। http://www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার ফলাফল বের করতে পারবেন। যেহেতু সারাদেশে একযোগে ফলাফল প্রকাশিত হয়, সেহেতু অনলাইনে আপনাকে একটু সমস্যায় পড়তে হতে পারে। কারণ এই ওয়েবসাইটের সার্ভার একসাথে এতোগুলো লোড নিতে সক্ষম নয় বলে অনেক সময় ডাউন হয়ে যায়। তাই বিকল্প পদ্ধতি হিসেবে আপনার বোর্ডের নিজস্ব ওয়েব সাইট থেকে ও ফলাফল বের করতে পারেন।

বিঃদ্রঃ সকল প্রকার ফলাফল দুপুর ১২ টার পর প্রকাশিত হবে। এর আগে চেষ্টা করে লাভ নাই। কারণ এখন আর আগের মত ওয়েবসাইট হ্যাক করে দেখা যায় না। যদি কোন পদ্ধতি পাওয়া যায় তাহলে আমাদের ফেইসবুক গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আমাদের ফেইসবুক গ্রুপ


ট্যাগসঃ জেএসসি রেজাল্ট, জেডিসি রেজাল্ট ২০১৪, জুনিয়র স্কুল সার্টিফিকেট রেজাল্ট, ২০১৪ জেএসসি রেজাল্ট, জেএসসি ২০১৪ ফলাফল, JSC Results 2014, 2014 JDC Results, JSC Results, JSC 2014 Results, 2014 JSC & JDC Results

৩টি মন্তব্য: