শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫

যারা গ্রামিনফোনের ফ্রি ফেসবুক ৪ জিবি ব্যান্ডউইথ পেয়েছেন কিন্তু ইউজ করতে পারছেন না তাদের জন্য ছোট্ট একটি ট্রিক্স ।

আচ্ছালামুআলাইকুম ওয়াঃ
সুপ্রিয় নাইয়রি ভিজিটর ।
আপনারা কেমন আছেন ?
ভালো থাকলেও মনমানসিকতা একটু খারাপ ।
কারন জিপি দেয়া অফারে কেউ ৪ জিবি নিয়েছেন কেউবা ২০ কেউবা ৪০ জিবি নিয়েছেন ।
এখন কথা হল, এই ৪,২০,৪০ জিবি ব্যান্ডউইথ ইউজ করতে পারছেন না ।
কারন আপনার আসল এম্বি বা টাকা কেটে নিচ্ছে ।
আসলে যানিনা এই বিষয়ে গ্রামিন ফোন কোন উদ্দ্যেগ নিয়েছে কি না ।
আমি ওদের কাস্টমার কেয়ারদের সাথে দীর্ঘ আলোচনা করে তেমন কোন ফল পেলাম না ।
শুধু টাকা গুলোই নষ্ট হল । স্টুডেন্ট জীবনে এই ১৫ ২০ টাকার ও অনেক দাম ।
মানে প্রায় ১৫ হাজার টাকার মত । যাই হোক অনেক বগ বগ করলাম ।
এখন কাজের কথায় আসি ।

বিঃদ্রঃ ইউসি, অপেরা, ফায়ারফক্স দিয়ে ইউজ করতে পারবেন না তাই এগুলো ফেলে দিন ।
এবং ফোনে কিছু টাকা রাখুন । এই ধরুন ১ টাকা ।
এই লেখাটি কপি করা সম্পূর্ণ নিষেধ ।
জাভা এবং সিম্বিয়ান ফোনের জন্যঃ- আপনার মোবাইলের সেটিং ডিলিট করে আপডেট করে নিন ।
এরপর ফেসবুক এপ্স বা মোবাইলের ডিফল্ট ব্রাউজার দিয়ে ট্রাই করুন ।
তবে যেই সব মোবাইলের ডিফল্ট ব্রাউজার অপেরা ওই সব মোবাইলে হবে কিনা বলতে পারছি না ।
অথবা যেই বন্দুর মোবাইলে চলছে তার থেকে ফেসবুক এপ্সটি ট্রানেস্ফার করে নিন ।

ডাউনলোড লিংকঃ-
Facebook v3_0_1.jar

Facebook official.jar

Facebook Chat.jar

এন্ড্রুয়েডঃ- আপনারা ও ফেসবুক এপ্স ইউজ করুন । তবে আপডেট ভার্সন নয় । ওল্ড কোন ভার্সন ।
মোবাইলের ডিফল্ট ব্রাউজার দিয়েও চালাতে পারবেন ।
অথবা যেই বন্দুর মোবাইলে চলছে তার থেকে ফেসবুক এপ্সটি ট্রানেস্ফার করে নিন ।

ডাউনলোড লিংকঃ-
Facebook 3.92 MB

Facebook v8 19.52 MB


উইন্ডোজ ফোন ও আই ফোন:- মোবাইলের ডিফল্ট ব্রাউজার দিয়ে ট্রাই করুন ।
ফেসবুক এপ্স দিয়ে চলছে কিনা যানা নেই ।

কম্পিউটারঃ- গুগল ক্রোম ব্রাউজার ।

ডাউনলোড লিংকঃ- 

ছোট ট্রিক্স কাহারো খাটবে কাহারো খাটবে না ।  তবে আপনার সমস্যা নিয়ে ১২১ এ কল করুন ।
আমার মনে হয় সমাধান হবে না । এর পরেও ট্রাই করতে সমস্যা কোথায় ?
ওরা বলে ১২১ নাকি ফ্রি ! আমার দেখি কল ধরলেও টাকা কাটে না ধরলেও টাকা কাটে ।
যাই হোক সকলেই ভালো থাকবেন এই কামনায় আজকের মত বিদায় ।

টিউন লিখেছেনঃ- আশরাফুল আলম রনি ।
পূর্বে প্রকাশঃ- asunjani.Com
লেখকঃ- নাইয়রি, টেকটিউনস, বেস্টোয়েপ বিডি, আসুন জানি
যোগাযোগঃ- ashrafulalomroni@gmail.Com

1 টি মন্তব্য:

  1. দারুন পোস্ট ভাই চালিয়ে যান। আপনার ব্লগটিও খুব সুন্দর করে বানিয়েছেন। কোন ইংলিশ ব্লগ আছে কি আপনার। থাকলে লিখতাম।
    http://www.infotechlife.com

    উত্তরমুছুন