`এই লেখাটি কপি-পেস্ট সম্পূর্ণ নিষিদ্ধ । তবে লেখকের নাম সহ পোস্টে কোন প্রকার এডিট ছাড়া এ টু যেট কপি করার অনুমতি আছে ।
TSC ইউনিভার্সিটির পহেলা বৈশাখের সেই কাহিনি ...............ফুল গাছেই সুন্দর হাতে নয়, নারী ঘড়েই সুন্দর কিন্তু বাহিরে নয় ।
আর বললাম না । কারন স্বাধীন রাষ্ট্রে কি মানুষ স্বাধীন ভাবে একটু ঘুরতে পারবে না ?
TSC ইউনিভার্সিটির পহেলা বৈশাখে যেই কাহিনি হয়েছে তা সত্যিই লাজ্জাজনক ।
তবে এর জন্য আমি সর্ব প্রথম নারীদেরকেই দায়ি করব ।
আমাদের দেশে প্রচলিত যেই মেলা নামে কিছু চালু আছে তা সুষ্ঠ নয় ।
আজকাল মেলাতে কোন ভদ্র পরিবারের সদস্যরা যায় না ।
এটা আমরা খুব ভালো করেই জানি ।
প্রত্যকে বছর এই দিনটিতে এরকম ঘটনা শোনা যায় ।
এরপরেও কেন নারিদের টনক নড়েনা ?
নারি হল স্বর্ণ, হীড়ার মত দামি । এটাকে যত্ন করে রাখতে হয় ।
আমি নারিদের কাছে প্রশ্ন করব যে, আপনার গায়ে ভর্তি দামি দামি অলংকার ।
এই ধরুনঃ- হীড়া, স্বর্ণ, রুপা, মানিক, মুক্তা ইত্যাদি ।
আপনি কোথাও যাবেন । আপনার জন্য দুটি রাস্তা । একটি রাস্তায় যদি আপনি
যান তাহলে নির্ঘাত ডাকাতের পাল্লায় পড়বেন । যদি অন্য রাস্তায় যান তাহলে
আপনি সুষ্ঠ ভাবে আপনার গনতব্যে পোঁছে যাবেন ।
এখন আপনি যেনে শুনে যেই পথে ডাকাত আছে ওই পথে যাবেন নাকি যেই পথ নিরাপদ সেই পথে যাবেন ?
অবশ্যই আপনার যদি সামান্য জ্ঞান থাকে তাহলে আপনি বলবেন আমি যেই পথ নিরাপদ সেই পথেই যাব ।
এখন যদি আপনি দামি অলংকার ভর্তি শরীর নিয়ে ডাকাতের পথে চলেন আর ডাকাত আপনাকে হামলা করে
তাহলে সাধারন মানূষ কাকে দোষারপ করবে ? ডাকাত কে নাকি আপনাকে ?
অবশ্যই আপনাকে ।
ঠিক তেমনি ভাবে নারিদের শরীর স্বর্ণ, অলঙ্কার থেকেও দামি । এটাকে যত্ন করে রাখতে হয় ।
আপনি যানেন প্রতি বছর পহেলা বৈশাখে কোন না কোন দুর্ঘটনা ঘটে আর এর প্রত্যকেটাই নারী ঘটিত ।
এরপরেও কেন আপনি সেখানে যান । গেলেনিই যখন বিপদ আসল দোষ কারন ?
আপনার না আমার ?
অবশ্যই আপনার ।
এখন প্রশ্ন আসতে পারে নারীর কি স্বাধীনতা নেই ?
অবশ্যই আছে কিন্তু নির্দিষ্ট গন্ডির ভিতরে । নির্দিষ্ট নিয়ম পদ্ধতি মেনে ।
আপনি শুটকি খুলে বাহিরে রাখবেন আর বিড়ালকে বলবেন খাবিনা খাবিনা এটা যেমন বকামি
ঠিক তেমনি ভাবে আপনি অর্ধ নগ্ন হয়ে রাস্তায় চলা ফেরা করবেন আর বলবেন ইফটিজিং প্রতিরোধ করতে হবে
এটা তার থেকেও বেশী বোকামি ।
আপনাকে চলতে হবে ইসলামিক নিয়ম পদ্ধতি অনুসরণ করে । পর্দা করে ।
ইসলামের পর্দার যেই বিধান আছে ঠিক সেই নিয়মে ।
আপনি একটি হিড়ার টুকরা রাস্তায় ফেলে রাখলেন আর তা কোন পথিক রাস্তা থেকে নিয়ে গেল ।
এই জন্য দোষ কার ? আপনার না ওই পথিকের ?
আপনার যদি সামান্য জ্ঞান থাকে আপনি যদি জ্ঞান শূন্য না হন তাহলে বলবেন অবশ্যই দোষ আপনার ।
কারন আপনি হিরার মত দামি জিনিস কেন রাস্তায় উন্মুক্ত রাখলেন ?
এটা রাস্তায় উন্মুক্ত রাখার বস্তু নয় । এটাকে ঘরের ভিতরে সিন্ধুকে রাখার বস্তু ।
ঠিক তেমনি ভাবে আপনি রাস্তায় বেপরোয়া ভাবে চলবেন আর সমাজের দুষ্টু লোকেরা আপনার সাথে খারাপ আচরণ করবে
এতে দোষ কার ? অবশ্যই ১০০% এর সম্পূর্ণ দোষটাই আপনার ।
আপনি চিনি খুলে রাখবেন আর সেখানে পিঁপড়া আসবে না এটা যেমন অসম্ভব ।
ঠিক তেমনি ভাবে আপনি রাস্তায় অবাধ চলা ফেরা করবেন আর আপনাকে দুষ্টু পুরুষরা লোলুপে দৃষ্টিতে তাকাবে না,
আপনার সাথে অনৈতিক কাজ করবে না এটাও তেমনি অসম্ভব ।
নারী গোপনিয় । নারী ঘরের অহংকার ।
তাই এক মাত্র ইসলামি আছে যা এই সমস্ত কারবার থেকে চির মুক্তি দিতে পারে ।
নারিকে দিবে তার আসল সম্মান ।
ইসলাম ছাড়া বাকি সব আপনাকে শুধু হেয় করতে পারবে, কিন্তু সম্মান দিতে পারবে না ।
কোথায় আজ আঈন ? সমাধান দিতে পেরেছে আপনাকে?
কোথায় সেই সমান অধিকারের আন্দলোন কর্মীরা ?
এরা সবাই ওই অসভ্য জাতিদের দালাল, কর্মচারী ।
আপনি কার উপরে ভরসা করে আছেন ? যারা আপনাকে বিপদে ফেলে দিয়ে দূরে পালিয়ে যায় তার দিকে ?
যারা বিপদের সময় আপনার পাশে ছিল না তাদের দিকে ?
যেই জনগন শুধু লাইভ টেলিকাস্ট উপভোগ করছিল তাদের দিকে ?
যারা ঘটনা ঘটে যাবার পর আপনাকে সান্তনা দিতে একদিনের এক ঘণ্টা মানববন্ধন করে হারিয়ে গেছে তাদের দিকে ?
আপনি আপনার জীবনে যদি কোন বড় ভূল করে থাকেন তাহলে এই ভুলটাই করছেন ।
আসুন আমরা ইসলামের ছায়া তলে একত্রিত হই ।
আপনাদের কারো কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ করতে পারেন ।
ইনশাআল্লাহ সাথা সাধ্য উত্তর দেবার চেষ্টা করব ।
পূর্বে প্রকাশঃ- আসুন জানি ডট কমে
পোস্ট লিখেছেনঃ- আশরাফুল আলোম রনি ।
এডমিনঃ- asunjani.Com
লেখকঃ- টেকটিউনস, নাইয়রি, বেস্টোয়েপ বিডি এবং আসুন জানি ডট কম ।
যোগাযোগঃ- ashrafulalomroni@gmail.Com
0 comments: