রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

HSC Routine 2016 - এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ২০১৬ [PDF ডাউনলোড]

HSC Routine 2015 pdf download
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের জন্য নিয়ে আসলাম ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি। পূর্বে ঘোষিত সময় অনুযায়ী আগামী ১লা এপ্রিল ২০১৬ তে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর সেই পরীক্ষার সময়সূচি নিয়ে হাজির হয়েছি আমি। এই সময়সূচি শিক্ষামন্ত্রনালয় হতে ২৬ ফ্রেব্রুয়ারী প্রকাশ করা হয় তাদের ওয়েব সাইটে। সবার সুবিধার জন্য নিম্মে এইচএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষার সময়সূচি দেওয়া হল। সময়সূচি গুলো পিডিএফ আকারেও ডাউনলোড করতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডঃ

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০১৫ সালের সকল বোর্ডের (ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর)  উচ্চ মাধ্যমিক  সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা নিম্মোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।

HSC Routine 2015 download
HSC Routine 2015 download
HSC Routine 2015 download
সময়সূচিটি পিডিএফ আকারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডঃ

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের  ২০১৫ সালের আলিম পরীক্ষা নিম্মোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারেন।
hsc routine 2015 madrasha
 সময়সূচিটি পিডিএফ আকারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডঃ

২০১৫ সনের কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি ভোকেশনাল ফাইনাইল পরীক্ষা নিম্মোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

 সময়সূচিটি পিডিএফ আকারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।


সবার জন্য অগ্রিম শুভ কামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ্‌ হাফেজ।

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

JSC & JDC Results 2015 - জেএসসি অথবা জেডিসি রেজাল্ট জানুন সবার আগে এবং সহজে।

JSC and JDC result bd 2015



জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ২০১৫ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) (JSC result 2015) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) (JDC Result 2015) পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে সহজে জানা যাবে ২০১৫ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল

এর আগে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান ফল প্রকাশের জন্য ২৮ বা ২৯ ডিসেম্বর প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এই ২ দিনের মধ্যে যেদিন নির্দেশ দিবেন সেদিন ফলাফল প্রকাশ করার সম্ভাবনার কথা জানান। ৩০ ডিসেম্বর শিক্ষাবোর্ডের চেয়াম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী। এরপর বেলা ১১টায় জেএসসি-জেডিসির ফল সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়। এখন সবার আগে আপনি জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। সবার আগে দেখুন JSC and JDC results 2015

JSC and JDC result 2015

আজকে এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনি JSC and JDC রেজাল্ট সবার আগে দেখতে পারবেন। এই রেজাল্ট আপনি মোবাইল এসএমএস এর মাধ্যমে পেতে পারেন আবার অনলাইনের মাধ্যমেও দেখতে পারেন। আপনাদের সামনে দুটি পদ্ধতিই শেয়ার করছি।

মোবাইল এসএমএস এর মাধ্যমেঃ

  • প্রথমে যেকোন অপারেটর থেকে ম্যাসেজ অপশন এ গিয়ে JSC অথবা JDC টাইপ করুন।
  • তারপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের তিন অক্ষর লিখুন। যেমনঃ
DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board
  • তারপর একটি স্পেস দিয়ে আপনার রোল নাম্বার লিখুন।
  • তারপর লিখুন পরীক্ষার সাল, অর্থাৎ 2014
  • এবার Send করুন ১৬২২২ নাম্বারে।
  • উদাহরণঃ JSC<SPACE>SYL<SPACE>12345<SPACE>2014 and Send To: 16222

মাদরাসা বোর্ড এর জন্যঃ JDC<SPACE>MAD<SPACE>12345<SPACE>2014 and Send To: 16222

অনলাইনে এর মাধ্যমেঃ

শিক্ষামন্ত্রনালয়ের ওয়েব সাইটে দেশের সকল বোর্ডের ফলাফল একযোগে প্রকাশিত হয়।http://www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার ফলাফল বের করতে পারবেন। যেহেতু সারাদেশে একযোগে ফলাফল প্রকাশিত হয়, সেহেতু অনলাইনে আপনাকে একটু সমস্যায় পড়তে হতে পারে। কারণ এই ওয়েবসাইটের সার্ভার একসাথে এতোগুলো লোড নিতে সক্ষম নয় বলে অনেক সময় ডাউন হয়ে যায়। তাই বিকল্প পদ্ধতি হিসেবে আপনার বোর্ডের নিজস্ব ওয়েব সাইট থেকে ও ফলাফল বের করতে পারেন।

বিঃদ্রঃ সকল প্রকার ফলাফল দুপুর ১২ টার পর প্রকাশিত হবে। এর আগে চেষ্টা করে লাভ নাই। কারণ এখন আর আগের মত ওয়েবসাইট হ্যাক করে দেখা যায় না। যদি কোন পদ্ধতি পাওয়া যায় তাহলে আমাদের ফেইসবুক গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আমাদের ফেইসবুক গ্রুপ

Search Tags: জে এস সি এর রেজল্ট/ ফলাফল দেবে কবে, JSC Result Jessore board, JSC Exam Result 2015, JDC Result 2015, JSC Result Dhaka board 2015, Junior School Certificate Exam Result 2015, জেএসসি পরীক্ষার রেজাল্ট ২০১৫ যশোর বোর্ড, জেএসসি জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৫, jsc result 2015, jsc result 2015 comilla board, jsc result 2015 marksheet, jsc result 2015 bd, jsc result 2015, jsc result 2015 dhaka board, psc result 2015, jsc result 2015 barisal board, jsc result 2015 download, jsc result 2015 jassore bord, jsc result 2015 bd, jsc result 2015 comilla board, jsc result 2015-2016, jsc result 2015-2016 dhaka board 

মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৪-২০১৫ ভর্তির পরীক্ষার ফলাফল কিভাবে দেখবেন?

National University Exam Results 2014-15
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৪-১৫ ভর্তি পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করা হবে তা এখনও জানানো হয় নি। তবে অফিসে যোগাযোগ করে জানা গেছে যে এ মাসের ২য় সাপ্তাহে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তা আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফলাফল দেখতে পারবেন।



আপডেটঃ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১৮ জানুয়ারি ২০১৫ ইং রোজ রবিবার প্রকাশিত হবে।


আপনি দুটি পদ্ধতির মাধ্যমে আপনার কাঙ্কিত ফলাফলটি দেখতে পারবেন। প্রথমটি হল এসএমএস এর মাধ্যমে আর দ্বিতীয়টি হল অনলাইনের মাধ্যমে। আর হে, যেদিন ফলাফল প্রকাশ করা হবে, সেদিন আমরা আমাদের ফেইসবুক গ্রুফে জানিয়ে দিবো। আমাদের ফেইসবুক গ্রুপঃ নাইয়রি - প্রযুক্তির উন্মুক্ত দুয়ার


মোবাইল এসএমএস এর মাধ্যমেঃ

১| মোবাইলের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখতে প্রথমে আপনি আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যান।
২| তারপর টাইপ করুন NU <SPACE> AT <SPACE> আপনার রোল নাম্বার। তারপর পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে
উদাহরণঃ NU <SPACE> AT <SPACE> 123456 and Send to 16222


অনলাইনের মাধ্যমেঃ

অনলাইনের মাধ্যমে ফলাফল দেখার জন্য প্রথমে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ করতে এখানে ক্লিক করুন। তারপর নিচের মত একটি চিত্র দেখতে পারবেন।

National University Exam Results 2014-15

Application Roll No বক্সে আপনার রোল নাম্বার বসিয়ে দ্বিতীয় বক্সে পিন নাম্বার দিয়ে Login করুন। সেখানে আপনার ফলাফল সহ যাবতীয় সবকিছু দেখাবে।

সবার জন্য শুভ কামনা রইল। আর হে, আমার জন্য ও দোয়া করবেন। কারণ আমিও পরীক্ষা দিয়েছি। :P আজ এপর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে।

বিঃদ্রঃ ফলাফল প্রকাশের আগে চেষ্টা করলে কাজ হবে না। যেদিন ফলাফল প্রকাশিত হবে সেদিন চেষ্টা করে দেখবে। আর হে, ফলাফল যেদিন প্রকাশিত হবে আমরা আমাদের ফেইসবুক গ্রুপে জানিয়ে দিবো। আমাদের ফেইসবুক গ্রুপঃ নাইয়রি - প্রযুক্তির উন্মুক্ত দুয়ার

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

জেএসসি অথবা জেডিসি রেজাল্ট জানুন সবার আগে এবং সহজে। [JSC & JDC Results 2014]

2014 JDC and JSC Results view
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ২০১৪ এর ফলাফল প্রকাশিত হবে আগামী ৩০শে ডিসেম্বর ২০১৪ রোজ মঙ্গল বার। গত ২১ শে ডিসেম্বর রোজ রবিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্যটি নিশ্চিত করেন। শিক্ষা মন্ত্রনালয়ে এক সংবাদ সম্মেলন এ তিনি একথা জানান।


এর আগে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান ফল প্রকাশের জন্য ২৮ বা ২৯ ডিসেম্বর প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এই ২ দিনের মধ্যে যেদিন নির্দেশ দিবেন সেদিন ফলাফল প্রকাশ করার সম্ভাবনার কথা জানান। ৩০ ডিসেম্বর শিক্ষাবোর্ডের চেয়াম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী। এরপর বেলা ১১টায় জেএসসি-জেডিসির ফল সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।

আজকে এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনি JSC and JDC রেজাল্ট সবার আগে দেখতে পারবেন। এই রেজাল্ট আপনি মোবাইল এসএমএস এর মাধ্যমে পেতে পারেন আবার অনলাইনের মাধ্যমেও দেখতে পারেন। আপনাদের সামনে দুটি পদ্ধতিই শেয়ার করছি।

মোবাইল এসএমএস এর মাধ্যমেঃ

  • প্রথমে যেকোন অপারেটর থেকে ম্যাসেজ অপশন এ গিয়ে JSC অথবা JDC টাইপ করুন।
  • তারপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের তিন অক্ষর লিখুন। যেমনঃ
DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board
  • তারপর একটি স্পেস দিয়ে আপনার রোল নাম্বার লিখুন।
  • তারপর লিখুন পরীক্ষার সাল, অর্থাৎ 2014
  • এবার Send করুন ১৬২২২ নাম্বারে।
  • উদাহরণঃ JSC<SPACE>SYL<SPACE>12345<SPACE>2014 and Send To: 16222
  • মাদরাসা বোর্ড এর জন্যঃ JDC<SPACE>MAD<SPACE>12345<SPACE>2014 and Send To: 16222

অনলাইনে এর মাধ্যমেঃ

শিক্ষামন্ত্রনালয়ের ওয়েব সাইটে দেশের সকল বোর্ডের ফলাফল একযোগে প্রকাশিত হয়। http://www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার ফলাফল বের করতে পারবেন। যেহেতু সারাদেশে একযোগে ফলাফল প্রকাশিত হয়, সেহেতু অনলাইনে আপনাকে একটু সমস্যায় পড়তে হতে পারে। কারণ এই ওয়েবসাইটের সার্ভার একসাথে এতোগুলো লোড নিতে সক্ষম নয় বলে অনেক সময় ডাউন হয়ে যায়। তাই বিকল্প পদ্ধতি হিসেবে আপনার বোর্ডের নিজস্ব ওয়েব সাইট থেকে ও ফলাফল বের করতে পারেন।

বিঃদ্রঃ সকল প্রকার ফলাফল দুপুর ১২ টার পর প্রকাশিত হবে। এর আগে চেষ্টা করে লাভ নাই। কারণ এখন আর আগের মত ওয়েবসাইট হ্যাক করে দেখা যায় না। যদি কোন পদ্ধতি পাওয়া যায় তাহলে আমাদের ফেইসবুক গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আমাদের ফেইসবুক গ্রুপ


ট্যাগসঃ জেএসসি রেজাল্ট, জেডিসি রেজাল্ট ২০১৪, জুনিয়র স্কুল সার্টিফিকেট রেজাল্ট, ২০১৪ জেএসসি রেজাল্ট, জেএসসি ২০১৪ ফলাফল, JSC Results 2014, 2014 JDC Results, JSC Results, JSC 2014 Results, 2014 JSC & JDC Results

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০১৪

এসএসসি ফ্রী অনলাইন মডেল টেষ্ট দেওয়ার গুরুত্বপূর্ণ্য ২টি ওয়েব সাইট।

Free Online SSC Model Test 2015
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমার অনেক ভালো আছো। যদিও ২ফ্রেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু। জানি সবাই পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত আছো। কেননা বই শেষ করতে হবে। আর তোমাদের সেই পড়াকে আরেকটু এগিয়ে দিতে হাজির হলাম আমি। কেননা এবার এগিয়ে যাবার পালা। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য চাই বাড়তি অনুশীলন। পাঠ্যবইয়ের পাশাপাশি অতিরিক্ত অনুশীলনী তোমাকে অন্য পরিক্ষার্থীদের থেকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।

বর্তমানে অনেক ওয়েব সাইট ফ্রী অনলাইনে Exam Preparation সুবিধা দিচ্ছে। যেখানে একজন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের উপর যতবার ইচ্ছে অনলাইনে পরীক্ষা দিতে পারবে এবং সাথেসাথে তার ফলাফল জানতে পারবে। সেই বিষয়ের উপর দুইটি গুরুত্বপূর্ণ্য ওয়েবসাইট শেয়ার করছি আজ। যেখানে একজন শিক্ষার্থী অনলাইনে পরীক্ষা দিতে পারবে। এসএসসি পরীক্ষা ২ ফ্রেব্রুয়ারি থেকে শুরু। এসএসসি পরীক্ষা ২০১৫ এর সময়সূচি জানতে "২০১৫ সনের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি। (SSC Routine 2015)" এই পোষ্টটি পড়তে পারেন।

লক্ষাধিক MCQ প্রশ্নের সমাহারে নির্মিত এই অনলাইন Practice Corner-এ একজন পরীক্ষার্থী Online Exam –এর পাশাপাশি বিষয়ভিত্তিক E-book পড়ার সুবিধা পাবে। অনলাইনে দেয়া Exam গুলোর Result –কে Save করা এবং Analytical Report দেখাসহ আরও অনেক সুবিধা রয়েছে এই অনলাইন Practice Corner-এ। তাহলে চলুন শুরু করা যাক।

১| লেকচার অনলাইন কর্নারঃ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চই লেকচার পাবলিকেশনের নাম শুনেছো। হে, এই লেকচার পাবলিকেশন শিক্ষার্থীরদের জন্য অনলাইন পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে। কিভাবে লেকচার পাবলিকেশন এ অনলাইন পরীক্ষা দিতে হয় আমরা সেটা ধাপে ধাপে আলোচনা করবো। তাহলে চল প্রথমে লেকচার পাবলিকেশন দিয়ে শুরু করা যাক।

ক) প্রথমে এখানে ক্লিক করে লেকচার পাবলিকেশন এর ফ্রী রেজিষ্ট্রেশন করবে।
খ) সেখানে দেখবে নিচের চিত্রের মত একটি রেজিষ্ট্রেশন ফর্ম এসেছে। ঠিকঠাক মত সেটা পূরণ করে Register বাটনে ক্লিক করবে।
Free Online SSC Model Test 2015
রেজিষ্ট্রেশন ফর্ম

গ) একবার রেজিষ্ট্রেশন করা হয়ে গেলে এখানে ক্লিক করে Username এবং Password দিয়ে লগ-ইন করবে। এবং উপরের মেনুবার থেকে SSC Corner সিলেক্ট করে নিবে।
ঘ) লগ-ইন করা হয়ে গেলে দেখবে নিচের চিত্রের মত একটি মেনু এসেছে। সেখান থেকে অপশন সিলেক্ট করে অনলাইনে পরীক্ষা দিতে পারবে।
Free Online SSC Model Test 2015
পরীক্ষার ধরন

২| পাঞ্জেরী অনলাইন পরিক্ষাঃ

অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য পাঞ্জেরীও তাদের শিক্ষার্থীরদের জন্য সুব্যবস্থা করে রেখেছে। একজন শিক্ষার্থী কোন রেজিষ্ট্রেশন এর ঝামেলা ছাড়াই পাঞ্জেরীর ওয়েবসাইটে ফ্রী মডেল টেষ্ট পরীক্ষা দিতে পারবেন। তবে সেটা শুধু MCQ (Multiple Choice Question)। তাহলে চল এই ওয়েব সাইটে কি কি করতে হবে দেখে আসি।

ক) প্রথমে এখানে ক্লিক করে পাঞ্জেরীর ওয়েব সাইটে যাবে।
খ) তারপর দেখবে নিচের চিত্রের মত বামপাশে কতগুলো অপশন রয়েছে। প্রথমে বিভাগ, তারপর বিষয়, তারপর মডেলটেষ্ট নাম্বার।
Free Online SSC Model Test 2015
পাঞ্জেরী অনলাইন পরীক্ষা


গ) প্রথমে তোমার বিভাগ (বিজ্ঞান, ব্যবস্যা শিক্ষা, মানবিক), তারপর যে বিষয়ের উপর পরীক্ষা দিতে চাচ্ছো সেটি সিলেক্ট করে মডেল টেষ্ট নাম্বার সিলেক্ট করে GO বাটনে ক্লিক করো। (আশা করি একে একে সব গুলো মডেল টেষ্টই দিবে)
ঘ) ব্যস!! কাজ শেষ। এর পরেই চলে আসবে প্রশ্নপ্রত্র। 

তাহলে বন্ধুরা আর দেরি কেনও?? এখনই পাঠ্যবইয়ের পাশাপাশি অনলাইনে পরীক্ষা দেওয়া শুরু করে দাও আর এগিয়ে যাও আরো একধাপ। অগ্রীম সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো একটি ফলাফল করবে, এই প্রত্যাশায় আজকের এই পোষ্টটি শেষ করছি।

আমাদের এই পোষ্টটি যদি ভালো লেগে থাকে থাহলে শেয়ার করতে ভুলবে না।


Tags: Online Model Test, SSC Online Model Test 2015, Free Online model Test, 2015 ssc Model Test, অনলাইন মডেল টেষ্ট, এসএসসি অনলাইন পরীক্ষা, ফ্রী অনলাইন পরীক্ষা, অনলাইন ফ্রী এসএসসি পরীক্ষা, ২০১৫ এসএসই রুটিন, এসএসসি ২০১৫ সময়সূচি, SSC 2015 Routine, 2015 SSC Routine

শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪

২০১৫ সনের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি। (SSC Routine 2015)

SSC-Routine-2015
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের জন্য নিয়ে আসলাম ২০১৫ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি। পূর্বে ঘোষিত সময় অনুযায়ী আগামী ২ ফেব্রুয়ারি ২০১৫ তে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর সেই পরীক্ষার সময়সূচি নিয়ে হাজির হয়েছি আমি। এই সময়সূচি শিক্ষামন্ত্রনালয় হতে ১৮ নভেম্বর প্রকাশ করা হয় তাদের ওয়েব সাইটে।

সবার সুবিধার জন্য নিম্মে এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষার সময়সূচি দেওয়া হল। সময়সূচি গুলো পিডিএফ আকারেও ডাউনলোড করতে পারবেন।


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডঃ

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০১৫ সালের সকল বোর্ডের (ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নিম্মোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।

2015 SSC Exam Routine

2015 SSC Exam Routine


বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডঃ

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের  ২০১৫ সালের দাখিল পরীক্ষা নিম্মোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারেন।

2015 Dakhil exam Routine


বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডঃ

২০১৫ সনের কারিগরি শিক্ষাবোর্ডের এসএসসি ভোকেশনাল ফাইনাইল পরীক্ষা নিম্মোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।



এই সময়সূচিটি PDF আকারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

সবার জন্য অগ্রিম শুভকামনা রইল।