বুধবার, ১৭ ডিসেম্বর, ২০১৪

এসএসসি ফ্রী অনলাইন মডেল টেষ্ট দেওয়ার গুরুত্বপূর্ণ্য ২টি ওয়েব সাইট।

Free Online SSC Model Test 2015
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমার অনেক ভালো আছো। যদিও ২ফ্রেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু। জানি সবাই পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত আছো। কেননা বই শেষ করতে হবে। আর তোমাদের সেই পড়াকে আরেকটু এগিয়ে দিতে হাজির হলাম আমি। কেননা এবার এগিয়ে যাবার পালা। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য চাই বাড়তি অনুশীলন। পাঠ্যবইয়ের পাশাপাশি অতিরিক্ত অনুশীলনী তোমাকে অন্য পরিক্ষার্থীদের থেকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।

বর্তমানে অনেক ওয়েব সাইট ফ্রী অনলাইনে Exam Preparation সুবিধা দিচ্ছে। যেখানে একজন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের উপর যতবার ইচ্ছে অনলাইনে পরীক্ষা দিতে পারবে এবং সাথেসাথে তার ফলাফল জানতে পারবে। সেই বিষয়ের উপর দুইটি গুরুত্বপূর্ণ্য ওয়েবসাইট শেয়ার করছি আজ। যেখানে একজন শিক্ষার্থী অনলাইনে পরীক্ষা দিতে পারবে। এসএসসি পরীক্ষা ২ ফ্রেব্রুয়ারি থেকে শুরু। এসএসসি পরীক্ষা ২০১৫ এর সময়সূচি জানতে "২০১৫ সনের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি। (SSC Routine 2015)" এই পোষ্টটি পড়তে পারেন।

লক্ষাধিক MCQ প্রশ্নের সমাহারে নির্মিত এই অনলাইন Practice Corner-এ একজন পরীক্ষার্থী Online Exam –এর পাশাপাশি বিষয়ভিত্তিক E-book পড়ার সুবিধা পাবে। অনলাইনে দেয়া Exam গুলোর Result –কে Save করা এবং Analytical Report দেখাসহ আরও অনেক সুবিধা রয়েছে এই অনলাইন Practice Corner-এ। তাহলে চলুন শুরু করা যাক।

১| লেকচার অনলাইন কর্নারঃ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চই লেকচার পাবলিকেশনের নাম শুনেছো। হে, এই লেকচার পাবলিকেশন শিক্ষার্থীরদের জন্য অনলাইন পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে। কিভাবে লেকচার পাবলিকেশন এ অনলাইন পরীক্ষা দিতে হয় আমরা সেটা ধাপে ধাপে আলোচনা করবো। তাহলে চল প্রথমে লেকচার পাবলিকেশন দিয়ে শুরু করা যাক।

ক) প্রথমে এখানে ক্লিক করে লেকচার পাবলিকেশন এর ফ্রী রেজিষ্ট্রেশন করবে।
খ) সেখানে দেখবে নিচের চিত্রের মত একটি রেজিষ্ট্রেশন ফর্ম এসেছে। ঠিকঠাক মত সেটা পূরণ করে Register বাটনে ক্লিক করবে।
Free Online SSC Model Test 2015
রেজিষ্ট্রেশন ফর্ম

গ) একবার রেজিষ্ট্রেশন করা হয়ে গেলে এখানে ক্লিক করে Username এবং Password দিয়ে লগ-ইন করবে। এবং উপরের মেনুবার থেকে SSC Corner সিলেক্ট করে নিবে।
ঘ) লগ-ইন করা হয়ে গেলে দেখবে নিচের চিত্রের মত একটি মেনু এসেছে। সেখান থেকে অপশন সিলেক্ট করে অনলাইনে পরীক্ষা দিতে পারবে।
Free Online SSC Model Test 2015
পরীক্ষার ধরন

২| পাঞ্জেরী অনলাইন পরিক্ষাঃ

অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য পাঞ্জেরীও তাদের শিক্ষার্থীরদের জন্য সুব্যবস্থা করে রেখেছে। একজন শিক্ষার্থী কোন রেজিষ্ট্রেশন এর ঝামেলা ছাড়াই পাঞ্জেরীর ওয়েবসাইটে ফ্রী মডেল টেষ্ট পরীক্ষা দিতে পারবেন। তবে সেটা শুধু MCQ (Multiple Choice Question)। তাহলে চল এই ওয়েব সাইটে কি কি করতে হবে দেখে আসি।

ক) প্রথমে এখানে ক্লিক করে পাঞ্জেরীর ওয়েব সাইটে যাবে।
খ) তারপর দেখবে নিচের চিত্রের মত বামপাশে কতগুলো অপশন রয়েছে। প্রথমে বিভাগ, তারপর বিষয়, তারপর মডেলটেষ্ট নাম্বার।
Free Online SSC Model Test 2015
পাঞ্জেরী অনলাইন পরীক্ষা


গ) প্রথমে তোমার বিভাগ (বিজ্ঞান, ব্যবস্যা শিক্ষা, মানবিক), তারপর যে বিষয়ের উপর পরীক্ষা দিতে চাচ্ছো সেটি সিলেক্ট করে মডেল টেষ্ট নাম্বার সিলেক্ট করে GO বাটনে ক্লিক করো। (আশা করি একে একে সব গুলো মডেল টেষ্টই দিবে)
ঘ) ব্যস!! কাজ শেষ। এর পরেই চলে আসবে প্রশ্নপ্রত্র। 

তাহলে বন্ধুরা আর দেরি কেনও?? এখনই পাঠ্যবইয়ের পাশাপাশি অনলাইনে পরীক্ষা দেওয়া শুরু করে দাও আর এগিয়ে যাও আরো একধাপ। অগ্রীম সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো একটি ফলাফল করবে, এই প্রত্যাশায় আজকের এই পোষ্টটি শেষ করছি।

আমাদের এই পোষ্টটি যদি ভালো লেগে থাকে থাহলে শেয়ার করতে ভুলবে না।


Tags: Online Model Test, SSC Online Model Test 2015, Free Online model Test, 2015 ssc Model Test, অনলাইন মডেল টেষ্ট, এসএসসি অনলাইন পরীক্ষা, ফ্রী অনলাইন পরীক্ষা, অনলাইন ফ্রী এসএসসি পরীক্ষা, ২০১৫ এসএসই রুটিন, এসএসসি ২০১৫ সময়সূচি, SSC 2015 Routine, 2015 SSC Routine

0 comments: