সোমবার, ৫ জানুয়ারী, ২০১৫

গুগল প্লে থেকে সরাসরি APK ফাইল ডাউনলোড করবেন যেভাবে। :: পর্ব-২

APK Download on PC
প্রথম পর্বের পর আজ লিখতে বসলাম দ্বিতীয় পর্ব। যাইহোক যারা গুগল প্লে থেকে সরাসরি APK ফাইল পিসিতে ডাউলোড করতে চান তাদের জন্যই আমাদের এই দুই পর্বের পোষ্ট। প্রথম পর্বটি আরো আগেই প্রকাশ করা হয়েছিল। প্রথম পর্বে আমরা দেখাতে চেষ্টা করেছিলাম যে, আপনি কিভাবে ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে Google Play থেকে সরাসরি APK ফাইল ডাউনলোড করবেন। আজকে দেখাবো কিভাবে ওয়েবসাইট থেকে সরাসরি এপিকে ফাইল ডাউনলোড করবেন।



আসলে প্রথম পর্বেই আমরা আলোচনা করেছিলাম যে, গুগল প্লে থেকে দুইটি পদ্ধতিতে এপিকে ফাইল সরাসরি ডাউনলোড করা যায়।
  1. Browser Extension ব্যবহার করে
  2. অনলাইন থেকে কনভার্ট করে।  
এমন কি আমরা যথাসাধ্য চেষ্টা ও করেছিলাম প্রথম পর্বে কিভাগে ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে APK Download করা যায়। আজ দেখাবো কিভাবে একটি ওয়েবসাইট থেকে কনভার্ট করে APK ফাইল ডাউনলোড করবেন। তাহলে চলুন শুরু করা যাক।

APK Download on PC

অনলাইন থেকে APK ডাউনলোডঃ

যারা মনে করেন যে ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে APK ডাউনলোড করতে পারবেন না, তারা অনলাইন থেকে সরাসরিই এপিকে ফাইল ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে অনলাইন থেকে কনভার্ট করে APK File ডাউনলোড করা যায়।

১| প্রথমে আপনি গুগল প্লে স্টোরে যান।
২| তারপর যে এপ্সটি ডাউনলোড করতে চান সেই এপ্স এর লিংকটি কপি করুন।
৩| তারপর Evozi's APK Downloader এই ওয়েবসাইটে প্রবেশ করুন। নিচের মত একটি চিত্র দেখতে পাবেন।


৪| তারপর আপনি যে এপ্সের লিংকটি কপি করেছিলেন সেই এপ্স এর লিংক টি ফাকা বক্সে পেষ্ট করুন।
৫| তারপর নীল বাটনটিতে (Generate Download Link) ক্লিক করুন।
৬| এবার অপেক্ষা করুন। এটি গুগল প্লে থেকে ফ্রী ভার্সন না পেইড ভার্সন তা চেক করবে।
৭| তারপর এটি ভাইরাস মুক্ত কি-না এটা পরীক্ষা করবে।
৮| তারপর এটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর এটি আপনার ফোনে বা ট্যাবলেট এ ইন্সটল দিতে পারবেন।

Google's Terms & Conditions:

You should note though that using these methods to access apps in the Google Play Store may technically be against the Play Store's terms of service (we're not entirely sure), so use this process at your own risk.

আজ এপর্যন্তই। সামনে দেখা হবে নতুন কিছু নিয়ে। কোন সমস্যা হলে কমেন্ট করে যানাবেন। আমরা যথাযত সমাধানের চেষ্টা করবো। আর আমাদের পোষ্ট গুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।

0 comments: