বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫

বর্তমান টেকটিউনসের মত ব্লগার টেমপ্লেট ডাউনলোড করে নিন। [ফ্রী ভার্সন]

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগস্পট মাষ্টারদের জন্য শেয়ার করবো হুবহুব টেকটিউনস এর মত ব্লগার টেমপ্লেট। এর আগেও টেকটিউনস এর মত করে একটি ব্লগার টেমপ্লেট দেখেছিলাম। কিন্তু সেটি টেকটিউন এর আগের ভার্সনের। আর আজকে আমি যে টেমপ্লেটটি শেয়ার করবো সেটি হল টেকটিউনস বর্তমান ভার্সন এর মত।


গত কয়েকদিন আগে টেমপ্লেটটির ডেমো আমি আমার ফেইসবুক বন্ধুদের জন্য উন্মুক্ত করি। তাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। টেমপ্লেটির তৈরী করার মাঝখানে আরেকটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছিলাম যে টেকটিউনস এর মত করে একটি টেমপ্লেট ডিজাইন করছি। তখন থেকেই কিছু ফ্রেন্ড প্রতীক্ষা নিয়ে বসে ছিলেন এবং বসে আছেন ও টেমপ্লটেটি নেওয়ার জন্য। টেমপ্লেট তৈরী করতে অনেক কষ্ট হয়েছে, তবুও এই ফ্রী ভার্সনে ৭০% ফিচার নিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি। যাই হৌক বন্ধুরা এসব কিছু না। আপনাদের যে ভালোবাসা পেয়েছি সেটাই যথেষ্ট। তাহলে চলুন টেপমপ্লেটটির ডেমো দেখে আছি প্রথমে...  ডেমো দেখতে এখানে ক্লিক করুন।

ফিচার গুলোঃ

  • 99% like Techtunes
  • SEO Ready
  • Ads Ready
  • Responsive
  • Multi Author Posting
  • Selected Post with specific label (নির্বাচিত পোষ্ট)
  • Chain Post with specific label (উপরে এবং নিচে)
  • Hot Tunes
  • Author Bio with verified icon
  • Social share
  • Related Post
  • Recent Comment Widget (2 style)
  • Top discussed post widget
  • Online Poll
  • and much more...

তাহলে আর দেরি কেনও? ডাউনলোড করে নিন এখনই। আর যদি কোন সমস্যা হয় তাহলে টিউনমেন্ট এ জানাবেন অথবা আমি আছি ফেইসবুকে

ডাউনলোড


এটি একটি পেইড টেমপ্লেট। এখানে যে টেমপ্লেটটি শেয়ার করা হয়েছে সেটি ফ্রী ভার্সন। আপনি যদি টেকভয়েস এর ফুল ভার্সন ক্রয় করতে চান তাহলে এখানে ক্লিক করুন।

This is a sponsored Post.
This sponsored post presented by MS Design

৪টি মন্তব্য: