বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫

পরিচিত হন Symphony Xplorer ZV ফোনের সাথে। হতে পারে এটি আপনার ফোন।

Symphony Xplorer ZV Price in Bangladesh
সম্প্রতি সিম্পনি উন্মুক্ত করল তাদের নতুন স্মার্টফোন Symphony Xplorer ZV যা সত্যিই আপনার ফোন হতে পারে। এটি আমার কথা না। সিম্পনিই দাবি করছে যে এটি আপনার পছন্দের ফোন হতে পারে। আসলে বলতে কি পছন্দ হওয়ার মতই ফোন। ৫ ইঞ্চির এই ফোনটি সম্প্রতি বাজারে এসেছে। কম দামের এই ফোনটিতে রয়েছে অসাধারণ কিছু কনফিগারেশন। এই ফোনটিতে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম (Android OS) হিসেবে থাকছে Android 4.4.2 Kitkat এবং Sony IMX Sensor এর সাথে থাকছে ১৩ মেগা-পিক্সেল ক্যামেরা। যা সত্যিই অসাধারণ। 


তাছাড়া 2GB Ram এবং 16GB ROM এর সাথে থাকছে 1.4 GHz Octa Core প্রসেসর। এক সঙ্গে দুইটি সিম ও ৩জি ব্যবহার করা যাবে এই ফোনটিতে। বন্ধুরা এতক্ষন আমরা Xplorer ZV এর ব্যাসিক কিছু তথ্য জানলাম। আবার আপনার জানাবো ফুল স্প্যাসিফিক্যাশন। তাহলে চলুন যেনে আসা যাক...

Configuration/কনফিগারেশনঃ

  • OS: 4.4.2 Kitkat
  • Display: 5” IPS HD Display (Dragontrail Glass & Corning Gorilla Glass 3 on Back)
  • Camera: 13 MP (Sony IMX Sensor) + 2 MP Camera
  • CPU: 1.4 GHz Octa Core
  • RAM: 2 GB 
  • ROM: 16 GB (Expandable up to 32 GB)
  • Battary: 2000 mAh Battary
  • SIM: Dual Micro SIM
  • Network: 3G, EDGE, Wi-Fi, GPS, G-Sensor, Proximity Sensor, Light Sensor, Accelerometer Sensor

Other Features/অন্যান্য বৈশিষ্ঠঃ

  • Audio Player: WAV, MP3,MP2,AAC, AMR-NB, AMR-WB, MIDI, VORBIS, APE, AAC-PLUSV1/V2,FLAC, WMA, ADPCM etc.
  • Audio Recorder: .ogg
  • Video Player: MP4, MOV, MKV, MPG, RMVB, AVI etc
  • Video Recorder: MP4
  • 3.5 mm jack: Yes
  • AGPS: Yes
  • Dimension: 140 x 70 x 7.9 mm
  • Recorder: Yes
  • Bluetooth: Yes, v4.0
  • USB Mass Storage: Yes
  • USB Modem: Yes, Micro USB v2.0

বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন যে ফোনটি আসলে কতটুকু অসাধারণ হতে যাচ্ছে। দাম? বেশী না। মাত্র ১৪,৯৯০ টাকা। ফোনের দিক দিয়ে, ফোনের কনফিগারেশন এর দিক দিয়ে এই দাম কিছুই না আমি মনে করছি। তাছাড়া একটি কথা বলতেই হয় যে, সিম্পনি ও আমাদের দেশের পন্য ওয়ালটন কম দামে আমাদের স্মার্টফোন ব্যবহার করার সুযোগ দিচ্ছে। যার ফলে একজন সাধারণ ব্যবহারকারীও কম দামে এন্ড্রয়েড চালিত স্মার্টফোন ব্যবহার করতে পারছে। যাই হউক আমরা আর সেই দিকে না যাই। এবার চলুন কিছু স্কীন শর্ট দেখে আসি এই ফোনটির।

কিছু স্কীনশর্টঃ

Symphony Xplorer ZV Price in Bangladesh

বর্তমান বাজার মূল্যঃ ১৪,৯৯০/= টাকা

ফ্রী থাকছে একটি ফ্লিপ কাভার।
ছবি ও তথ্যঃ symphony-mobile.com

আজ এপযর্ন্তই। এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমার পোষ্ট গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারই আমাকে আরও পোষ্ট লিখতে অনুপেরনা জোগায়।

৫টি মন্তব্য:

  1. সঠিক বলতে পারছি না। তবে removable হওয়ার সম্ভাবনাই বেশী... :)
    -ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

    উত্তরমুছুন
  2. Onek shomoy dekha jay android mobile hang kore tokhon removable battery hole immediate mobile'tar battery khule restart korano jay. Ar ai hang hoa'r problem'tar ki kono solution ase?

    উত্তরমুছুন
  3. যে কোন এপ্স ইন্সটল দেওয়ার আগে দেখে নিবেন যে এপ্সটি আপনার ফোনে চলবে কি না। বলতে এপ্স এর কনফিগারেশন আর আপনার ফোনের কনফিগারেশন এক কি না।

    মনে করেন আপনার ফোনের র‍্যাম ১ জিবি। আপনি একটি এপ্স ইন্সটল দিবেন কিন্তু এপ্সটি চলতে ২ জিবি র‍্যাম প্রয়োজন হবে। এ ক্ষেত্রে যদি আপনি আপনার ফোনে এপ্সটি ইন্সটল দিয়ে দেন তাহলে হ্যাং হয়ে যাওয়ার কথা।

    উত্তরমুছুন