ওয়ালটন নিয়ে আসছে তাদের নতুন স্মার্টফোন Walton Primo GM Mini. ওয়ালটনের প্রতিটা নতুন রিলিজ হয় চমকপ্রদ। হয়ত ওয়ালটনের এই ফোনটিও ব্যবহারকারীর জন্য নতুন কোন চমক হতে যাচ্ছে। ওয়ালটনের এই নতুন ফোনটিতে অপারেটিং সিস্টেম (OS) হিসেবে থাকছে Android Kitkat 4.4.2 এবং প্রসেসর থাকছে 1.3 GHz Quad cor processor। তাছাড়া র্যাম (RAM) থাকছে ১গিগাবাইট। যা সাধারণ একজন স্মার্টফোন ব্যবহারকারীর জন্য যথেষ্ট। এই স্মার্টফোনের দাম এবং রিলিজ ডেট এখনও জানানো হয় নি। তবে নতুন বছরের প্রথম সাপ্তাহে রিলিজ হতে পারে।
তাছাড়া আপনি এই ফোনটিতে ডুয়্যাল সিম ব্যবহার করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হল দুটি সিমই Standby থাকবে এবং দুটি সিমেই 3G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ৪.৫ ইঞ্চি সম্বলিত এই ফোনটিতে ক্যামেরা থাকছে ৫ মেগাপিক্সেল। তাহলে এখন দেখে নিন Walton Primo GM Mini এর ফুল স্প্যসিফিক্যাশন।
Primo GM Mini - Full Specification
- Operating System: Android 4.4.2 KitKat
- Display: 4.5" IPS FWVGA
- Resolution: 480*854
- Processor: 1.3 GHz Quad Core
- GPU: Mali-400
- Battery: 3000 mAh Li-ion
- Camera: 5 MP + 0.3 MP
- Memory: 1GB RAM & 8GB ROM
- Dimension: 133 x 66 x 10.4 mm cube
- Connectivity: 3G, WiFi, Bluetooth, USB
- Sensors: Accelerometer, Proximity, Light, GPS, A-GPS
কিছু স্কীনশর্টঃ
দাম এবং রিলিজ ডেট (২০১৫ জানুয়ারির প্রথম সাপ্তাহে সম্ভাব্য তারিখ) এখনও জানানো হয় নি। চূড়ান্ত দাম এবং রিলিজ ডেট পেলে সাথে সাথে আপডেট দিয়ে দিবো। সাথে থাকার জন্য ধন্যবাদ।
পোষ্টটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না।
ছবি এবং তথ্যঃ Waltonbd.com
অনেক সুন্দর হয়েছে পোষ্টি। ধন্যবাদ শেয়ার করার জন্য।
উত্তরমুছুনআপনাকেও ধন্যবাদ বড় ভাই।
উত্তরমুছুন