শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫

Movavi Screen Capture Studio সফটওয়্যার ডাউনলোড সহ রিভিউ

Movavi Screen Capture Studio Download
 গত কয়েকদিন আগে Movavi Video Converter দ্রুত গতির এক অসাধারন ভিডিও কনভার্টার সফটওয়ার। একটি পোষ্ট শেয়ার করেছিলাম। তেমনি আজকেও আমি আরেকটি অসাধারন সফটওয়্যার এর রিভিউ নিয়ে হাজির হলাম যেটি হল Movavi Screen Capture Studio. আপনি যদি সবসময় ভিডিও নিয়ে থাকেন তাহলে এই সফটওয়্যারটি আপনার জন্য উপযুক্ত। Movavi তাদের নতুন সফটওয়্যার Movavi Screen Capture Studio নিয়ে এসেছে ভিডিও পাগলাদের জন্য।


Movavi Screen Capture Studio দিয়ে কি করতে পারবেনঃ

এই সফটওয়্যারটি শুধু Screen Capture অথবা Screen Recorder এর কাজ করে না। অনেক গুলো ফিচার নিয়ে তৈরী করা হয়েছে এই সফটওয়্যারটি। নিচের তার সবগুলো ফিচার দিয়ে দিলাম।

  1. Captures Screen
  2. Shares Captured Video on the Web
  3. lets you Edit any Video (Adds Effects, Music, Trim Etc)
  4. Can save Webinars and Conferences (My Favourite)
  5. Can record Skype Calls easily

Movavi Screen Capture Studio Free Download

এই সবচেয়ে মজার বিষয় হল সফটওয়্যারটি দিয়ে কাজ করতে অনেক সহজ এবং ইউজার ফ্রেন্ডলী একটি সফটওয়্যার। তাছাড়া এই সফটওয়্যারটি ইউন্ডোজ এবং ম্যাক এই উভয় ইউজারদের জন্য।

আপনি যদি স্কাইপ (Skype) দিয়ে কল করেন তাহলে আপনি খুব সহজেই এই সফটওয়্যারটি দিয়ে আপনার স্কাইপির কল রেকর্ড করতে পারবেন।

এবার চলুন Movavi Screen Capture Studio এর কিছু স্কীনশট দেখে আসি। এই সফটওয়্যারটির মূলকাজের কিছু অংশ নিচে তুলে ধরা হল। আর এই স্কীনশটগুলো গুলল থেকে সংগ্র করা।

স্কীনশটঃ


ডাউনলোডঃ

আপনি ইচ্ছা করলে এই সফটওয়্যারটি Movavi এর অফিশিয়্যাল ওয়েব সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন।


ধন্যবাদ এতক্ষন সাথে থাকার জন্য। যদি এই পোষ্টটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না।

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫

ফাইল রিকভার করার সবচেয়ে ছোট ও কার্যকারী একটি সফটওয়্যার। [Card Recovery 6.10 build 1210]

Free Download Card Recovery 6.10 build 1210
আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অত্যান্ত একটি দরকারি সফটওয়্যার আর সেটা হল ডাটা রিকভারী সফটওয়্যার (Data Recovery Software) । আমার কাছে এই সফটওয়্যারটি সবচেয়ে ছোট মনে হল। কারণ এই ফাইল রিকভারী সফটওয়্যারটির সাইজ মাত্র ১.৫ মেগাবাইট। কিন্তু কাজ করে অসাধারণ। আমার কাছে মনে হল এই সফটওয়্যারটি Best Recovery Software তাই আপনাদের মাঝে শেয়ার করছি।


গত কয়েকদিন আগে আমার ব্যাক্তিগত একটি মেমরীকার্ড ফরম্যাট হয়ে যায়। যার মধ্যে অনেক জরুরী ও গুরুত্বপূর্ন্য অনেক ফাইল ছিল। বিশেষ করে কিছু অডিও রেকর্ডিং যা একান্তই অনেক গুরুত্বপূর্ন্য ছিল। ফরম্যাট হওয়ার পর যেন আকাশ ভেঙ্গে পড়ল আমার মাথায়। কি করি কিছু বুঝতে পারছিলাম না। দিলাম গুগল মামার কাছে নালিশ। সে দিল আমায় হাজার হাজার ফলাফল। কোনটা ডাউনলোড করবো কোনটা না। অথবা কোন সফটওয়্যারটিই বা কার্যকরি। অনেক গুলো ডাউনলোড করলাম। ক্র্যাক ফাইল সহ ডাউনলোড করলাম। কিন্তু কাজ হল না। সফটওয়্যার ইন্সটল হচ্ছে ঠিকই কিন্তু আমার ফাইল রিকভার করতে পারছে না। আরও খুঁজতে লাগলাম। অবশেষে একটি পেলাম নাম হল, Card Recovery 6.10 build 1210 সাথে ছিল ক্র্যাক। প্রথমে এই Memory Recovery সফটওয়্যারটির সাইজ দেখে ফালতু মনে করেছিলাম। কিন্তু কোন উপায় না থাকায় ডাউনলোড করে যখন ইন্সটল করলাম তখন দেখলাম তার কার্যকারীতা। অসাধারণ কাজ করে সফটওয়্যারটি। আর আজকে এই সফটওয়্যারটিই আপনাদের মাঝে শেয়ার করছি।


file recovery software টি দিয়ে আপনি মেমরীকার্ড বলেন আর হার্ডডিক্সই বলেন। যেকোন কিছু থেকেই আপনি আপনার হারানো ফাইল গুলো ফিরে পাবেন। তাহলে চলুন দেখে নিই Card Recovery 6.10 এর কিছু ফিচারঃ

  • মেমরীকার্ড থেকে ডিলিট হয়ে যাওয়া ছবিগুলো রিকভারকরতে পারবেন।
  • মেমরীকার্ড থেকে হারিয়ে যাওয়া ছবিগুলো রিকভার করতে পারবেন।
  • মেমরীকার্ড থেকে হারিয়ে যাওয়া মুভি রিকভার করতে পারবেন।
  • ফরম্যাট হয়ে যাওয়া মেমরীকার্ড থেকে ছবি রিকভার করতে পারবেন।
  • অচল মেমরীকার্ড, নষ্ট মেমরীকার্ড থেকে ছবি/ভিডিও রিকভার করতে পারবেন।
  • সরাসরি মোবাইলফোন থেকেও ছবি এবং ভিডিও রিকভার করতে পারবেন।

Supported Storage

  • Secure Digital card, SD card, SDHC, miniSD, MicroSD (TransFlash) card recovery
  • Compact Flash card, CF Type I, Type II, MicroDrive, CF card recovery
  • Memory Stick, Memory Stick Pro, Duo, Pro-HG, XC, Micro(M2) recovery
  • MultiMedia card, MMC card recovery
  • SmartMedia, flash card recovery
  • xD Picture card recovery
  • Cellular phone, mobile phone memory card and digital media recovery
  • MicroSD or MicroSDHC card used by Android smart phone
  • USB flash drive digital image recovery

কিভাবে ইন্সটল এবং ক্র্যাক করবেনঃ

  • প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।
  • ইন্সটল হওয়ারপর সফটওয়্যারটি ওপেন করবেন না। যদি ওপেন থাকে তাহলে কেটে দিন।
  • তারপর Crack ফোল্ডার থেকে "CardRecovery.exe" কপি করে ডিরেকটরী ফোল্ডারে পেষ্ট করুন।
  • তারপর একটি রিষ্টার দিয়ে সফটওয়্যারটি ওপেন করুন এবং উপভোগ করুন।

স্কীনশর্টঃ 

Free Card Recovery 6.10 build 1210
Free Download Card Recovery 6.10 build 1210





আজ এপর্যন্তই। যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। সমাধানের যথাযত চেষ্টা করবো। আর আমাদের এই পোষ্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ...

সোমবার, ২০ এপ্রিল, ২০১৫

ডাউনলোড করে নিন Typing Master Pro আর টাইপিং শিখুন অনায়াসে খুব সহজে।

TypingMaster Pro - যাদের টাইপিং করতে সমস্যা হয় অথবা যারা ঠিকঠাক মত টাইপ করতে পারেন না, তাদের জন্য উপযুক্ত একটি সফটওয়্যার হল TypingMaster Pro।  এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি খুব সহজে এবং খুব অল্প সময়েই টাইপিং শিখতে পারেন। যদিও TypingMaster Pro  একটি পেইড সফটওয়্যার। তবে সমস্যা নেই আজকে আমি আপনাদের সামনে এই সফটওয়্যারটির সিরিয়্যাল কী সহ শেয়ার করবো। এতে করে আপনি ভুল ভার্সন সফটওয়্যারটিই পাবেন। 





এই সফটওয়্যারটি মূলত নিয়মিত চর্চা করার জন্য। তাতে আপনি খুব সহজে এবং অতি অল্প সময়ে এবং দ্রুত টাইপিং শিখতে পারবেন। তাহলে চলুন এই সফটওয়্যারটির কিছু ফিচার দেখে আসিঃ

ফিচারসঃ
  • Five comprehensive courses
  • Multi-form excersises
  • Advanced feedback and tips
  • Professional typing tests
  • Illustrated statistics
  • Optimized duration
  • Personal Accuracy Goal
  • Smart review
  • TypingMaster Satellite
  • Support for Multiple user
  • QuickPhrase typing tool

কিভাবে ইন্সটল করবেনঃ
  • Install Program.
  • Disconnect internet(Temporary)
  • Use given serial to register.
  • Cracking Instructions Given in Readme file.
  • Done and Enjoy!

স্কীনশটঃ
TypingMaster Pro 7.1.0 Final With Serial Is Here
TypingMaster Pro 7.1.0 Final With Serial Is Here
 
ডাউনলোডঃ
TypingMaster Pro 7.1.0
TypingMaster Pro 7.1.0 Final KEY.txt

বুধবার, ১১ মার্চ, ২০১৫

EaseUS MobiSaver for Android v4.1 Setup and Serial

EaseUS MobiSaver for Android v4.1 Serial Download

EaseUS MobiSaver for Android Latest Version

EaseUS MobiSaver for Android is an easy-to-use tool for Android users to recover lost data from Android smartphone, tablet and SD card. This immensely popular Android data recovery software provides all-around solution to retrieve messages, contacts, music, videos, documents and more on Android. 
 
 
Connect your device to PC, scan and recover. Simple clicks enable you to get all your lost data back. It quickly retrieves SMS, contacts, photos, videos, or documents from Android device or SD card. Recover lost data due to deleting, formatting, rooting, virus attacking, restoring factory settings etc. Supports all popular Android devices, such as Samsung, HTC, LG, Motorola, Sony etc. Supports Android OS 2.3/4.0/4.2/4.3/4.4. Preview recoverable files, such as messages, contacts, photos etc. Selectively recover what you want by selecting them from the scan result. Freely edit your files after recovery.

Features

  • Recover deleted messages, contacts and pictures
  • Recover lost videos, audio and documents
  • Recover deleted files directly from Android devices
  • Recover lost data from SD cards inside Android devices
  • Support Windows 8.1, 8, 7, Vista, XP 

EaseUS MobiSaver for Android v4.1 Setup and Serial

How to Crack?

  • Install “emsa.exe” from “Setup” folder
  • Block EaseUS MobiSaver for Android from internet access through firewall
  • Open “Serial” folder and copy the serial from “Serial.txt”
  • Run from desktop shortcut and paste the serial to activateENJOY!!!

Download:

EMSA v4.1 Setup + Serial [20.4 MB]

শনিবার, ৭ মার্চ, ২০১৫

Internet Download Manager 6.23 (IDM) লেটেষ্ট ভার্সন ডাউনলোড করে নিন আজীবনের জন্য।

Free Download IDM
IDM বা Internet Download Manager এর কথা সবাই জানি। কম্পিউটারের একমাত্র এবং সবচেয়ে সেরা এই সফটওয়্যার। কেননা IDM এর রয়েছে কিছু অভিনব ফিচার। যা অতি সহজেই ব্যবহারকারীদের আকৃষ্ট করে। আমি Internet Download Manager এর বিরাট ফ্যান। তা আজকে আমি আপনাদের সামনে IDM Crack ফাইল সহ শেয়ার করছি এবং এটিই একমাত্র লেটেষ্ট ভার্সন। এটা আজীবনের জন্য। আপনাকে আর ডাউনলোড করার বা কী-গান'র দরকার হবে না।


আপনি যদি গুগলে IDM Crack অথবা IDM Serial লিখে সার্চ দেন তাহলে হাজার হাজার ফলাফল পাবেন। তারমধ্যে অনেক সফটওয়্যার আছে যা কাজের। কিন্তু অনেক খুঁজতে হয়। আবার অনেক ক্র্যাক হওয়া সত্তেও কাজ করে না। তাই আপনাদের কষ্ট কমিয়ে দিতে আমি শেয়ার করছি সর্বশেষ ও আজীবনের কী-গান সহ Internet Download Manager 6.23 Build. এটি ব্যবহার করে আপনি প্রিমিয়াম ফিচারগুলো পাবেন



IDM এর যখন নতুন ভার্সন রিলিজ হবে তখন আপনি যদি Quick আপডেট দেন তাহলেও কাজ হবে। তারমানে আপনাকে পুনরায় আর ক্র্যাক করতে হবে না এবং প্রতি নতুন ভার্সনের জন্য ক্র্যাক খুঁজতে হবে না। Universal Crack দ্বারা এটি ক্র্যাক করা হবে বিধায় আর অতিরিক্ত ঝামেলায় যেতে হবে না। তাহলে চলুন কাজ শুরু করা যাক।

কিভাবে ক্র্যাক করবেনঃ

  • প্রথমে লেটেষ্ট ভার্সন ডাউনলোড করে ইন্সটল দিন।
  • যদি কোন এন্টিভাইরাস থাকে তাহলে কিছু সময়ের জন্য সেটা বন্ধ করুন।
  • IDM Universal Web Crack.exe এটা ডাউনলোড করুন এবং ওপেন করুন।
  • তারপর IDM এর ডিরেক্টরি ফোল্ডার সিলেক্ট করুন।
  • তারপর Crack বাটনে ক্লিক করুন এবং কিছু সময় অপেক্ষা করুন। 
  • তারপর IDM activated successfully! এরকম একটি ম্যাসেজ আসবে। 
  • ব্যস, কাজ শেষ। এবার আজীবনের জন্য উপভোগ করুন।

স্কীনশর্টঃ 

Internet Download Manager
IDM Universal web crack Download





পোষ্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষন সাথে থাকার জন্য।

শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫

এবার নিজের ছবি দিয়ে যে কোন বছরের ক্যালেন্ডার তৈরী করুন। (Photo Clander Studio 2015)

Download Photo Clander Studio 2015

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে বেশ আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার নিজের ছবি দিয়ে ক্যালেন্ডার তৈরী করতে পারবেন যার নাম Photo Clander Studio 2015 । এটি একটি পেইড সফটওয়্যার। টেকটিউনস এর প্রবাসি ভাই'র কৃপায় আপনারা সফটওয়্যারটি ফ্রী ই পাবেন।

নতুন বছর শুরু হয়ে গেছে। Photo Clander Studio 2015 দিয়ে আপনি নিজের হাতেই এবং পছন্দের ছবি দিয়ে ২০১৫ সালের ক্যালেন্ডার তৈরী করতে পারবেন। এমন কি এই ক্যালেন্ডারটি প্রিন্ট করে আনতে পারবেন যেকোন স্টুডিও বা ল্যাব থেকে। তাছাড়া আপনি আপনার নাম বসিয়ে ও দিতে পারবেন। 

সব চেয়ে মজার বিষয় টি হল আপনি আপনার পরিবারের কাউকে অথবা প্রিয় মানুষকে তাদের ছবি দিয়ে সাজিয়ে উপহার দিতে পারবেন। এতে তারা কতটা আনন্দিত হবে বুঝতেই পারছেন। Photo Clander Studio 2015 এই সফটওয়্যার দিয়ে আপনার মনে মধুরি মিশিয়ে সাজাতে পারবেন একটি পূর্নাঙ ক্যালেন্ডার বা দিন পঞ্জিকা। আরও বিস্তারিত জানতে পারবেন এখানে

Features/বৈশিষ্ট্যঃ

  • Operating jpg, bmp, wmf , png ,tiff and more graphic formats
  • A dozen or so effects which can be used while working on all objects (text , image , backgrounds) for example: shadows, textures, sepia, gradients and others
  • Export to high resolution (300 DPI , 600 DPI) pdf,jpg,tiff,bmp graphics file
  • The appearance of the interface can be changed
  • Support right to left languages (like arabic,hebrew)
  • Support unicode

কিছু স্কীনশর্টঃ

Download Photo Clander Studio 2015

Download Photo Clander Studio 2015

Download Photo Clander Studio 2015

Download Photo Clander Studio 2015


ডাউনলোডঃ

ডেমো ভার্সন ডাউনলোডঃ Photo Clander Studio 2015 Demo Version
সফটওয়্যার টি ক্রয় করতেঃ Photo Clander Studio 2015 Purchase
পর্টাবল ফ্রী ডাউনলোড করতেঃ ফ্রী ডাউনলোড

ফাইল ধরনঃ rar
ফাইল সাইজঃ ৪০ মেগাবাইট
ধন্যবাদান্তেঃ প্রবাসি (টেকটিউনস)

এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ। পোষ্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সামনে দেখা হবে নতুন কিছু নিয়ে। আল্লাহ্‌ হাফেজ...