শনিবার, ১৪ মার্চ, ২০১৫

Windows 8/8.1 এর Lock Screen বন্ধ করবেন যেভাবে। (কোন প্রকার সফটওয়্যার ছাড়াই)

Disable Windows 8/8.1 Lock Screen
আপনি কি একজন Windows 8/8.1 ব্যবহারকারী? কিন্তু আপনি এই Lock Screen পছন্দ করছেন না। এটি বন্ধ করতে চান, কিন্তু পারছেন না। অথবা কোন সফটওয়্যার এর সাহায্যে করতে হচ্ছে। কোন সমস্যা নেই। আজকে আমি হাজির হলাম একটি ট্রিকস নিয়ে। এই ট্রিকস দিয়ে আপনি কোন প্রকার সফটওয়্যার ছাড়াই Windows 8/8.1 এর Lock Screen বন্ধ করতে পারবেন। এবং তাও খুব সহজে এবং অল্প সময়ে।


এটা যেহেতু আপনার হাতেই করতে হবে তাহলে চলুন সময় নষ্ট না করে মুল কাজে চলে যাই। সকলে সুবিধার্থে কাজটি আমি কয়েকটি ধাপে এবং স্কীনশর্ট দিয়ে করছি।

How to Disable Windows 8/8.1 lock screen

১| আপনার কী-বোর্ডের "WIN+R" বাটন চাপুন। তারপর দেখবেন একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে।
২| তারপর এই ডায়ালগ বক্সে gpedit.msc লিখে এন্টার বাটন চাপুন।
৩| Group Policy Editor নামের একটি ফর্ম ওপেন হবে।

Disable Windows 8/8.1 Lock Screen

৪| বাম সাইট থেকে computer configuration > Window setting > administrative templates > personalization. এ যান।
৫| এখন ডান সাইটে Do not display the lock screen তে ক্লিক করুন।


৬| এখন Enable এ ক্লিক করে OK বাটনে ক্লিক করুন। ব্যস, কাজ হয়ে গেছে। 

নোটঃ আবার পুনরায় যদি আপনি Lock Screen চালু করতে চান তাহলে Not configured সেট করে দিন। তাহলে আবার Lock Screen দেখাবে। 

ধন্যবাদ এতক্ষন সাথে থাকার জন্য। যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমাদের পোষ্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না।

0 comments: