শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪

Android Lollipop 5.0 কোন ডিভাইসে কখন আপডেট পাবেন? এক নজরে দেখে নিন।

Android Lollipop 5.0 Upadate date
প্রিয় এন্ড্রয়েড ব্যবহারকারীরা অবশ্যই জানেন যে গুগল সম্প্রতি তাদের এন্ড্রয়েড এর নতুন ভার্সন Android 5.0 Lollipop আপডেট দিয়েছে। এর এটাই হচ্ছে গুগলের সর্বশেষ আপডেট। তবে দুঃখের বিষয় হচ্ছে এখনই Android 5.0 সকল ডিভাইসে আপডেট পাওয়া যাচ্ছে না। তবে পাওয়া যাবে এটা নিশ্চিত। প্রথমে গুগল তাদের নেক্সাস সিরিজের কিছু ডিভাইসে এ আপডেট দিয়েছে। তবে কখন কোন ডিভাইসে Android Lollipop আপডেট পাওয়া যাবে সেটি আজকে আমরা জানবো।

সম্পুর্ণ্য নতুন এক ডিজাইন নিয়ে এসেছে গুগল তাদের নতুন এই আপডেট এ। দেখলেই মন চায় আপডেট দিয়ে দিতে। কিন্তু বললাম না দুঃখের বিষয়। অন দ্যা অয়ে তে আছে Android Lollipop 5.0। গুগল কেন প্রথমে গুগল এডিশনের সকল ডিভাইসে Android 5.0 আপডেট দিচ্ছে এবং দিবে এটা জানায় নি। হয়ত তাদের ডিভাইস বলে কথা। আমাদের নতুন আপডেট আমাদের প্রথমে আমাদের গ্রাহক ব্যবহার করবেন। এরকম ও হতে পারে। কিন্তু এখন কথা হল অন্যান্য ডিভাইস গুলোতে কবে কখন আপডেট পাওয়া যাবে? আজকে সে বিষয়েই আলোচনা করবো।

Android Lollipop 5.0 Upadate date

১| সামসাং (SAMSUNG)

সামসাং এর যে যে ডিভাইস গুলোতে যখন আপডেট পাওয়া যাবে সে তারিখ গুলো নিম্মে উল্লেখ্য করা হল।
  1. Galaxy S4 GPE – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  2. Galaxy Note 4 – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  3. Galaxy Note Edge – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  4. Galaxy S5 – আপডেট নিশ্চিত - ডিসেম্বর এর দিকে পাবে
  5. Galaxy S5 Mini – আপডেট নিশ্চিত - ডিসেম্বর এর দিকে পাবে
  6. Galaxy Alpha – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  7. Galaxy S4 – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  8. Galaxy Note 3 – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  9. Galaxy TabPRO 8.4 – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  10. Galaxy Tab Pro 10.1 – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  11. Galaxy Tab 12.2 Pro – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  12. Galaxy Tab S 8.4  – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে
  13. Galaxy Tab S 10.5 – আপডেট নিশ্চিত - ২০১৫ এর প্রথমদিকে পাবে

২| এইচটিসি (HTC)

  1. HTC One – আগামি ৯০ দিনের মধ্যে পাবেন।
  2. HTC One M8 – আগামি ৯০ দিনের মধ্যে পাবেন।
  3. HTC One mini – আপডেট কনফার্মড তবে কবে তা বলা যাচ্ছে না।
  4. HTC One mini 2 – আপডেট কনফার্মড তবে কবে তা বলা যাচ্ছে না।
  5. HTC One GPE – এখন পর্যন্ত তথ্য পাওয়া যায় নি পাবে কিনা আর পেলেও কবে পাবে। মানে আপডেট পেন্ডিং। 
  6. HTC One M8 GPE – এখন পর্যন্ত তথ্য পাওয়া যায় নি পাবে কিনা আর পেলেও কবে পাবে। মানে আপডেট পেন্ডিং।
  7. HTC Desire 816 – আপডেট কনফার্মড, ২০১৫ এর মার্চ-এপ্রিল এ পাবে।

৩| সনি (SONY)

  1. Xperia Z Ultra GPE -এখন পর্যন্ত তথ্য পাওয়া যায় নি পাবে কিনা আর পেলেও কবে পাবে। মানে আপডেট পেন্ডিং।
  2. Xperia Z3 –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে 
  3. Xperia Z3 Compact –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।
  4. Xperia Z3 Tablet Compact –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই, আর নরমাল ২০১৫ এর প্রথম দিকে।
  5. Xperia Z Ultra –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।
  6. Xperia Z1 –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।
  7. Xperia Z2 –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।
  8. Xperia Z2 Tablet –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।
  9. Xperia Z Ultra GPE-নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।
  10. Xperia ZL –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।
  11. Xperia ZR –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।
  12. Xperia Z1S –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।
  13. Xperia Z3v –নিশ্চিত- গুগল প্লে এডিশন এই বছরেই পাবে আর নরমাল গুলো ২০১৫ এর প্রথম দিকে।

৪| এলজি (LG)

  1. LG G Pad 8.3 GPE – এখন পর্যন্ত তথ্য পাওয়া যায় নি পাবে কিনা আর পেলেও কবে পাবে। মানে আপডেট পেন্ডিং।
  2. LG G3 – ইন্টারন্যাশনাল মডেল গুলো এই ডিসেম্বর এ পাবে এবং ইউএস এর গুলো ২০১৫ এর প্রথম দিকে পাবে।
  3. LG G3 Stylus – ইন্টারন্যাশনাল মডেল গুলো এই ডিসেম্বর এ পাবে এবং ইউএস এর গুলো ২০১৫ এর প্রথম দিকে পাবে।
  4. LG G2 – আপডেট নিশ্চিত- ২০১৫ এর প্রথমদিকে পাবে।
  5. LG G Pad 8.3 – আপডেট নিশ্চিত- ২০১৫ এর প্রথমদিকে পাবে।
  6. LG G2 Mini – আপডেট নিশ্চিত- ২০১৫ এর প্রথমদিকে পাবে।
  7. LG G Flex – আপডেট নিশ্চিত- ২০১৫ এর প্রথমদিকে পাবে।

৫| আসুস (ASUS)

  1. ZenFone4 – আপডেট নিশ্চিত-এপ্রিল ২০১৫ তে পাবে।
  2. ZenFone5 – আপডেট নিশ্চিত-এপ্রিল ২০১৫ তে পাবে।
  3. ZenFone6 – আপডেট নিশ্চিত-এপ্রিল ২০১৫ তে পাবে।
  4. ZenFone 5 LTE – আপডেট নিশ্চিত-এপ্রিল ২০১৫ তে পাবে।
  5. PadfoneS – আপডেট নিশ্চিত-এপ্রিল ২০১৫ তে পাবে।
  6. The new PadFone Infinity – আপডেট নিশ্চিত–এপ্রিল ২০১৫ তে পাবে।

৬| মটরোলা (MOTOROLA)

  1. Moto E – আপডেট কনফার্মড- ডিসেম্বর এর দিকে পাবে।
  2. Moto G – আপডেট কনফার্মড- ডিসেম্বর এর দিকে পাবে।
  3. Moto G LTE edition – আপডেট কনফার্মড- ডিসেম্বর এর দিকে পাবে।
  4. Moto X – আপডেট কনফার্মড- ডিসেম্বর এর দিকে পাবে।
  5. Moto G (2014) – আপডেট কনফার্ম করেনি তবে আশা করা যাচ্ছে ডিসেম্বর এর দিকে পাবে।
  6. Moto X (2014) – আপডেট কনফার্ম করেনি তবে আশা করা যাচ্ছে ডিসেম্বর এর দিকে পাবে। 
  7. Droid Turbo – আপডেট কনফার্ম করেনি তবে আশা করা যাচ্ছে ডিসেম্বর এর দিকে পাবে।
তথ্য সূত্রঃ বিডিড্রয়েড

আমাদের পোষ্ট গুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া আমাদের পোষ্টগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক ফ্যান পেইজ অথবা ফেইসবুক গ্রুপে চোখ রাখতে পারেন। ধন্যবাদ। 

1 টি মন্তব্য: