রবিবার, ২১ জুন, ২০১৫

আপনার ডেস্কটপকে রাঙ্গিয়ে তুলুন ফোল্ডার এর কালার/রং পরিবর্তন করে।

আসসালামুয়ালাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটি মজার জিনিষ শিখাবো। সেটা হল কিভাবে আপনি আপনার কম্পিউটার ফোল্ডার এর কালার বা রঙ পরিবর্তন করবেন। এতে করে আপনি খুব সহজেই আপনি আপনার ডেস্কটপ বা কম্পিউটার ফোল্ডার এর রঙ পরিবর্তন করতে পারবেন। সাজাতে পারবেন ইচ্ছা মত।

বর্তমানে অনেক সফটওয়ার রয়েছে যেগুলো দিয়ে ফোল্ডার এর রঙ পরিবর্তন করা যায়। তবে আজ আমি যেটা দেখাবো সেটি খুবই কার্যকরি এবং সহজ।

যেভাবে ফোল্ডার এর রঙ বা কালার পরিবর্তন করবেনঃ

নিচের স্কীনশর্ট টা দেখে হয়ত বুঝতে পারছে যে আমরা কি করতে যাচ্ছি। আসলে বিষয় টা অনেক মজার। এটা করার জন্য আপনাকে প্রথমে একটি সফটওয়ার ডাউনলোড করতে হবে। তার পর আপনার ইচ্ছানুযায়ী রঙ পরিবর্তন করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক...

ধাপ১ঃ

সর্বপ্রথম FolderColorizer নামক একটি সফটওয়ার ডাউনলোড করতে হবে। যেটা দিয়ে আপনি ফোল্ডার এর রঙ পরিবর্তন করবেন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এটি ১০০% পরীক্ষিত এবং ভাইরাস মুক্ত। নিঃসন্দেহে ডাউনলোড করতে পারেন।

ধাপ২ঃ

Folder Colorizer টি ডাউনলোড করার পর ইন্সটল দেন। ইন্সটল দেওয়ার পর আপনি যে ফোল্ডারটির রঙ পরিবর্তন করতে চান সেই ফোল্ডার১টির উপর "Right Click" করুন। সেখানে আপনি "Colorize"  নামের নতুন একটি অপশন দেখতে পারবেন। সেখান থেকে আপনি আপনার পছন্দের রঙ টি বেছে নিতে পারেন আপনার নির্বাচিত ফোল্ডারটির জন্য। নিচের স্কীনশর্টটি দেখুন...

এভাবে আপনি আপনার প্রতিটি ফোল্ডার এর রঙ পরিবর্তন করতে পারবেন আপনার পছন্দনুযায়ী। আজ এপর্যন্তই থাক। সামনে নতুন কিছু নিয়ে আসবো।। আর কোন সমস্যা হলে মন্তব্যে জানাবেন...

0 comments: